সাফল্য পেতে চাই এই গোপনীয়তা, ২৫০০ বছর আগের নিদান দিয়েছিলেন চাণক্য
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আড়াই হাজার বছর সাফল্য অর্জনে কেন এবং কোন বিষয়ে গোপনীয়তার নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য।
advertisement
1/5

প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর সাফল্য অর্জনে কেন এবং কোন বিষয়ে গোপণীয়তার নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য।
advertisement
2/5
নিজের রোজগার সম্পর্কে ঢাকঢোল পেটাতে নেই। কম বেশি যাই রোজগার করুন না কেন, তা অন্যেকে জানান দেওয়ার দরকার নেই।
advertisement
3/5
চাণক্য গুরুমুখী বিদ্যায় বিশ্বাসী। তিনি বলেন সকলেরই নিজস্ব গুরু বা অ্যাডমায়ারার থাকে। কিন্তু গুরু আপনাকে পরিচালনার জন্য আপনাকে কী বুদ্ধি দিচ্ছে তা পাঁচকান করলে অধরাই থাকবে সাফল্য।।
advertisement
4/5
আপনার ঘনিষ্ঠজনের সঙ্গে আপনার রসায়নের ওঠাপড়া থাকবেই। তাই নিয়ে আলোচনা করতে না করেন চাণক্য।
advertisement
5/5
অনেকেই ঔদার্যের অধিকারী হন। দানধ্যানে মন দেন। সেই দানধ্যানে কোনও বাধা দেননি চাণক্য। বরং বলেছেন, দানী কত দান করল তা প্রকাশ করে না। ভিক্ষুককে হাত খুলে অর্থ দেওয়ার কথা বলেন চাণক্য।