Kash Patel: এক 'গুজরাতি'র উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখলেন ডোনাল্ড ট্রাম্প, বিরাট দায়িত্ব! গোটা বিশ্বে করবেন 'রাজ', কে তিনি জানেন? চমকে যাবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kash Patel: প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
advertisement
1/6

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ প্যাটেল ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভারতীয় বংশোদ্ভূত। ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে লিখেছেন, ''কাশ একজন চমৎকার আইনজীবী, তদন্তকারী এবং 'আমেরিকা ফার্স্ট' যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল।''
advertisement
2/6
এছাড়া প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন ট্রাম্প। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ। তখন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অফ স্টাফও ছিলেন তিনি। গত বছরই এক অনুষ্ঠানে কাশ প্যাটেলকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তৈরি হও কাশ, তুমি তৈরি হও।
advertisement
3/6
১৯৮০ সালে নিউ ইয়র্কে কাশ প্যাটেলের জন্ম। বেড়ে উঠেছেন গার্ডেন সিটিতে। তার প্রকৃত নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তার বাবা-মা দুজনই গুজরাতি। তারা থাকতেন কানাডায়, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
advertisement
4/6
কাশ ২০০২ সালে ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ইতিহাস ও আইনে ডিগ্রি নেন, দুই বছর পর ইউনিভার্সিটি কলেজ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে সনদ নেন তিনি।
advertisement
5/6
রিপোর্টে বলা হয়েছে, কাশ প্যাটেল এমন একজন যিনি ট্রাম্পের জন্য সবকিছু করতে পারেন। এ ছাড়া কাশ জানিয়েছেন, ভারতের সঙ্গে তার গভীর সম্পর্ক আছে।
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ার পোস্টে এই প্রসঙ্গে ট্রাম্প লেখেন, "অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন কাশ একজন ভাল আইনজীবী ও তদন্তকারী আধিকারিক ৷ তিনি 'আমেরিকার ফার্স্ট' যোদ্ধা হিসেবে দেশবাসীর স্বার্থে নিজের কর্মজীবন কাটিয়েছেন ৷ রাষ্ট্রের অভ্যন্তরে দুর্নীতি রোধ ও ন্যয়বিচার রক্ষায় সর্বদা কাজ করেছেন কাশ ৷" সেই কারণে, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার শীর্ষপদে তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Kash Patel: এক 'গুজরাতি'র উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখলেন ডোনাল্ড ট্রাম্প, বিরাট দায়িত্ব! গোটা বিশ্বে করবেন 'রাজ', কে তিনি জানেন? চমকে যাবেন শুনে