TRENDING:

বড়দিন উপলক্ষে লেখা হয়নি 'জিঙ্গল বেল'! জনপ্রিয় এই গানের ইতিহাস জেনে নিন

Last Updated:
Jingle bells song history: জিঙ্গল বেল জিঙ্গল বেল...এই গান নাকি বড়দিন উপলক্ষে লেখাই নয়!
advertisement
1/6
বড়দিন উপলক্ষে লেখা হয়নি 'জিঙ্গল বেল'! জনপ্রিয় এই গানের ইতিহাস জেনে নিন
বড়দিন মানেই জিঙ্গল বেল-এর মধুর সুর। সঙ্গে কেক, আনন্দ। তবে জানেন কি, জনপ্রিয় জিঙ্গল বেল গানটি কিন্তু বড়দিন উপলক্ষে লেখাই হয়নি।
advertisement
2/6
জিঙ্গল‌ বেল‌ জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে গানটি লিখেছিলেন জেমস লর্ড পিয়েরপয়েন্ট। তিনি ছিলেন আমেরিকান।
advertisement
3/6
১৮৫৭ সালে ‘ইন আ হর্স ওপেন স্লেই’ অ্যালবামে এই গান প্রকাশ পেয়েছিল। মূলত থ্যাক্স গিভিং সং হিসেবে এটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট। কিন্তু প্রকাশ পাওয়ার পর থেকেই এই গান সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
4/6
কেউ কেউ বলেন, রবিবার গির্জায় সমাবেশে গাওয়ার জন্য এই গানটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট।
advertisement
5/6
গানটি মিষ্টি এবং পবিত্র হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় হতে থাকে। ১৯৬০ সালে প্রথম গানটি বড়দিনের অনুষ্ঠানে গাওয়া হয়।
advertisement
6/6
১৮৮৯ সালে এডিসন রেকর্ডারে এই গানটি প্রথম রেকর্ড করা হয়। সেই থেকে গানটির জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বড়দিন উপলক্ষে লেখা হয়নি 'জিঙ্গল বেল'! জনপ্রিয় এই গানের ইতিহাস জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল