advertisement
1/7

এই ভাবেই মিলবে শনিদেবের রোষ থেকে সহজেই মিলবে মু্ক্তি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
সব থেকে বড় গ্রহ শনি ৷ এই শনিদেব যদি কোনও ভাবে অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সব কাজে বাধা পড়ে ৷ জীবনের সব থেকে খারাপ সময় পর্যন্ত জীবনে নেমে আসে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/7
এমনিতেই প্রতিদিনের জীবনে একাধিক সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত ৷ সেখানে যদি বাড়তি আরও কিছু সমস্যা জাঁকিয়ে বসে তাহলে জীবন একেবারেই নিরাশায় পরিপূর্ণ হয়ে যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
শনিদেবের রোষের হাত থেকে বাঁচতে প্রতিদিন অবশ্যই হনুমানজির ব্রত পাঠ করা প্রয়োজন ৷ তবে কাটবে সব বাধা বিপত্তি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করলে শনিদেবের রোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷ মনের জোর আসে ৷ পুরাণে উল্লেখ আছে একমাত্র শনিদেবের রোষের হাত থেকে মুক্তি দিতে পারে বজরঙ্গবলিই ৷ কেননা হনুমানজি হলেন স্বয়ং সঙ্কটমোচক ৷ তিনি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
প্রতিদিন বজরঙ্গবলির পুজো কর মেটে সিঁদুর পায়ে দিলে বিশেষ উপকার পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/7
প্রতি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলিকে লাড্ডু ও কলা দিয়ে পুজো দিলে তিনি সন্তুষ্ট হন ৷ সঙ্কটমোচন হয় সহজেই ৷ পারবেন মৃত্যুকেও পর্যন্ত জয় করতে ৷ ছবি সংগৃহীত ৷