TRENDING:

সাবধান! ভুলেও এই তিনটি জিনিস ঘরে রাখবেন না

Last Updated:
advertisement
1/5
সাবধান! ভুলেও এই তিনটি জিনিস ঘরে রাখবেন না
• কোনও নেগেটিভ জিনিস ঘরে রাখলে তার বিরূপ প্রভাব পড়ে সংসারে ৷ অথচ, অনেক সময় আমাদের অজ্ঞতার কারণে বা বিনা প্রয়োজনেই এরকম কিছু জিনিস আমরা রেখে দিই। তাই নেগেটিভ প্রভাব এড়াতে এখন থেকে ওই জিনিসগুলো ঘর থেকে সরিয়ে ফেলুন। প্রতীকী চিত্র ৷
advertisement
2/5
• ভাঙা কাচ বা আয়না: ভাঙা কাচ কোনও কাজে লাগে না। বরং, আস্ত জিনিসকে খারাপভাবে দেখায়। ভাঙা কাচ ঘরে রাখা অশুভ ৷ যা আপনাকে পজিটিভ এনার্জি দেবে না। হিন্দু শাস্ত্র মতে, আয়না মানুষের আত্মার অংশকে তার ভিতরে ধরে রাখে। আবার যখন দেবতা বা অপদেবতারা কোনও মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আয়নার মাধ্যমেই তা করতে থাকেন। ফলে আয়না ভাঙা জীবনে বিপর্যয় ডেকে আনতেই পারে। প্রতীকী চিত্র ৷
advertisement
3/5
• বন্ধ ঘড়ি: বন্ধ ঘড়িও ঘরে রাখা উচিত নয় ৷ ঘড়ি নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়াই শ্রেয় ৷ বন্ধ ঘড়ি বাড়তে রাখলে হতে পারে আর্থিক সমস্যা। সংসারে অভাব অনটন আসে শুধুমাত্র আর্থিক সমস্যা থেকেই। জীবনের অন্য নাম গতি, যা কিছু খারাপ তাই থেমে যায় একটা সময় পরে। সংসারে আর্থিক সমস্যা বা অভাব অনটন থেকেই শুরু হয়ে থাকে অশান্তি, দাম্পত্য কলহ। তাই সব সময়ে সৌভাগ্য বজায় রাখতে বন্ধ ঘড়ি এখুনি যদি ঘরে থেকে থাকে আজই বিদায় জানিয়ে দিন। প্রতীকী চিত্র ৷
advertisement
4/5
• ভাঙা বা ছেড়া জিনিস: ঘরে আমাদের অনেক কিছুই থাকে, যেগুলো ভেঙে গিয়েছে অথবা পুরনো হয়ে ছিঁড়ে গেছে। সেগুলো অনেকসময় আমরা রেখে দিই। ওগুলো আপনাকে কোনও পজিটিভ এনার্জি দেয় না। প্রতীকী চিত্র ৷
advertisement
5/5
• এছাড়া আপনার ঘরের মধ্যে এমন আরো অনেক কিছুই রয়েছে যা আপনার কোন কাজে আসে না, অথচ সেগুলো আপনি দিনের পর দিন জমিয়ে রাখছেন। সংসারে সমৃদ্ধি আনতে এগুলি অবশ্যই ফেলে দিন ৷ প্রতীকী চিত্র ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাবধান! ভুলেও এই তিনটি জিনিস ঘরে রাখবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল