advertisement
1/11

• লক্ষণশাস্ত্র অনুসারে অন্তঃসত্ত্বা অবস্থায় এমন অনেক লক্ষণ আছে যা দেখে বলা যায় আপনার পুত্রসন্তান হবে না কন্যা সন্তান হবে ৷ যেমন--
advertisement
2/11
• প্রেগন্যান্সির সময় যদি মুখে হঠাৎ করে ব্রণ বেরতে শুরু করে, তাহলে আপনি অবশ্যই পুত্র সন্তান প্রসব করতে চলেছেন। এই সময় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ঘন ঘন হরমোন পরিবর্তনের জন্যে মুখে অ্যাকনে বা ব্রণ হয়ে থাকে।
advertisement
3/11
• সাধারণতঃ অন্ত:সত্ত্বা মহিলাদের (যতদিন সন্তান প্রসব না হয়), তত দিন তার স্তনের সাইজ ও ওজন বাড়তে থাকে। যদি ডানস্তন বেশী বাড়ে, তাহলে বোঝায় ঐ মহিলা পুত্র সন্তানের মা হবেন।
advertisement
4/11
• যদি অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার চুলের বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে বেশী হয়,তার মানে পুত্র সন্তান প্রসব করতে চলেছেন।
advertisement
5/11
• অন্তঃসত্ত্বা অবস্থায় আপনার যদি মনে হয়, আপনার দু’পায়ে ঠান্ডার অনূভূতি (Cold Sensation) বেশি হচ্ছে, তাহলে জানুন আপনি পুত্রসন্তানের মা হতে চলেছেন।
advertisement
6/11
• অন্ত:সত্ত্বা অবস্থায় মহিলাদের প্রস্রাবের রঙ ঘন ঘন পরিবরতন হয়-এটাই স্বাভাবিক ৷ কিন্তু কোনও কারণে যদি প্রস্রাবের রঙ বেশিরভাগ সময়ই খুব ঘন উজ্জ্বল হলদে হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে জানুন সেই মহিলা পুত্রসন্তান উপহার দিতে চলেছেন।
advertisement
7/11
• অন্ত:সত্ত্বা অবস্থায় কোনও মহিলার যদি মনে হয়, পেটটা নীচের দিকে থেকে থেকেই টানছে, তাহলে এটাও একটা লক্ষণ সেই মহিলার পুত্র সন্তানের মা হওয়ার।
advertisement
8/11
• আপনার অন্ত:সত্ত্বা অবস্থায় যদি আপনার হাত প্রায় শুষ্ক থাকে বা খসখসে মনে হয়, তাহলে আপনি অবশ্যই পুত্র সন্তানের মা হতে চলেছেন।
advertisement
9/11
• অন্ত:ত্ত্বার প্রথম দিকে, সকালে ঘুম থেকে ওঠার পর,যদি প্রায়ই দুর্বলতা ও বমি বমি ভাব অনুভব হয়, তাহলে সেই মহিলার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
10/11
• শিশুর হার্টবিট যদি ১৪০ এর কম হয়, তাহলে নিশ্চিভাবে জানুন ওই মহিলা পুত্রসন্তানের মা হতে চলেছেন।
advertisement
11/11
• সাধারণতঃ অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরের ফিজিওলজিক্যাল কারণে মহিলাদের ঘুমতে হয় বেশী, যদি কেউ অজান্তে বামদিকে কাত হয়ে বেশিরভাগ সময় ঘুমান, ওই মহিলার পুত্র সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি ৷