ট্যাঙ্ক থেকে 'ফুটন্ত' জল বেরোচ্ছে? স্নান করলেই ফোসকা...! এখনই এই কাজগুলো করুন, জল থাকবে ঠাণ্ডা!
- Published by:Tias Banerjee
Last Updated:
Water Tank Cooling Tips: এই মুহূর্তে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারতজুড়ে, তীব্র দাবদাহ চলছে। এতটাই গরম পড়ছে যে বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্কের জল প্রায় ফুটে উঠছে। এমন পরিস্থিতিতে বাসন মাজা, স্নান কিংবা সাধারণ ব্যবহারের জন্য জল ব্যবহার করাটাই হয়ে উঠছে কষ্টকর। কী ভাবে সহজে ঠাণ্ডা জল পাবেন? জেনে নিন উপায়।
advertisement
1/10

গরমে আপনার বাড়ির ট্যাঙ্ক থেকে ফুটন্ত জল বেরোচ্ছে? স্নান করতে গেলে ফোসকা পড়ছে গায়ে? তাহলে অবিলম্বে এই কাজগুলো করুন—তাহলেই জল ঠান্ডা থাকবে, আর কোনওরকম সমস্যা হবে না। (Representative Image: AI Generated)
advertisement
2/10
এই মুহূর্তে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারতজুড়ে, তীব্র দাবদাহ চলছে। এতটাই গরম পড়ছে যে বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্কের জল প্রায় ফুটে উঠছে। এমন পরিস্থিতিতে বাসন মাজা, স্নান কিংবা সাধারণ ব্যবহারের জন্য জল ব্যবহার করাটাই হয়ে উঠছে কষ্টকর। (Representative Image: AI Generated)
advertisement
3/10
যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন, তাহলে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই, ট্যাঙ্কটিকে সরাসরি রোদের সংস্পর্শ থেকে বাঁচান। গ্রীষ্মকালে সূর্যের প্রখর রশ্মি ট্যাঙ্কের গায়ে পড়ে ট্যাঙ্কের ভিতরের জল অত্যধিক গরম করে তোলে। (Representative Image: AI Generated)
advertisement
4/10
তাই ট্যাঙ্কের চারপাশে থার্মোকল শিট জড়িয়ে দিন, অথবা ফোম বা বিশেষ ধরনের কাপড় দিয়ে ঢেকে দিন, যাতে সূর্যের আলো সরাসরি ট্যাঙ্কে না পড়ে। এর ফলে ট্যাঙ্কের জল অনেকটা ঠান্ডা থাকবে। (Representative Image: AI Generated)
advertisement
5/10
তাই ট্যাঙ্কের চারপাশে থার্মোকল শিট জড়িয়ে দিন, অথবা ফোম বা বিশেষ ধরনের কাপড় দিয়ে ঢেকে দিন, যাতে সূর্যের আলো সরাসরি ট্যাঙ্কে না পড়ে। এর ফলে ট্যাঙ্কের জল অনেকটা ঠান্ডা থাকবে। (Representative Image: AI Generated)
advertisement
6/10
দ্বিতীয়ত, ট্যাঙ্কের উপর ছাউনি বা ছায়ার ব্যবস্থা করুন। সাধারণত বাড়ির ছাদে ট্যাঙ্ক খোলা জায়গায় থাকে, যার ফলে তা সম্পূর্ণ রোদের মধ্যে পড়ে। আপনি চাইলে একটি টিনের ছাউনি বসাতে পারেন ট্যাঙ্কের উপরে। যদি তা সম্ভব না হয়, তাহলে জুটের বস্তা বা এক টুকরো মোটা, ভেজা কাপড় দিয়ে ট্যাঙ্ক ঢেকে রাখতে পারেন। এই ছায়ার ব্যবস্থাই জলকে অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। (Representative Image: AI Generated)
advertisement
7/10
তৃতীয়ত, গরমকালে ট্যাঙ্কে জল বেশি সময় ধরে জমে থাকতে দেবেন না। অনেকক্ষণ একই জল রেখে দিলে তা আরও গরম হয়ে যায়। তাই জলের সঞ্চালন বজায় রাখুন এবং দিনে দুপুরে ট্যাঙ্কে জল না ভরে, সকালে বা রাতে সাবমার্সিবল পাম্প চালিয়ে জল ভরার চেষ্টা করুন। (Representative Image: AI Generated)
advertisement
8/10
এই কয়েকটি সহজ পদক্ষেপ মানলেই গরমে আপনার বাড়ির ট্যাঙ্কের জল আর ফুটন্ত থাকবে না, বরং ব্যবহারযোগ্য ঠান্ডা জল পেয়ে আপনি এবং আপনার পরিবার স্বস্তিতে থাকবেন। (Representative Image: AI Generated)
advertisement
9/10
এই মুহূর্তে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর ভারতজুড়ে, তীব্র দাবদাহ চলছে। এতটাই গরম পড়ছে যে বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্কের জল প্রায় ফুটে উঠছে। এমন পরিস্থিতিতে বাসন মাজা, স্নান কিংবা সাধারণ ব্যবহারের জন্য জল ব্যবহার করাটাই হয়ে উঠছে কষ্টকর। (Representative Image: AI Generated)
advertisement
10/10
যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন, তাহলে এই সব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ট্যাঙ্কটিকে সরাসরি রোদের সংস্পর্শ থেকে বাঁচান। গ্রীষ্মকালে সূর্যের প্রখর রশ্মি ট্যাঙ্কের গায়ে পড়ে ট্যাঙ্কের ভিতরের জল অত্যধিক গরম করে তোলে। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্যাঙ্ক থেকে 'ফুটন্ত' জল বেরোচ্ছে? স্নান করলেই ফোসকা...! এখনই এই কাজগুলো করুন, জল থাকবে ঠাণ্ডা!