TRENDING:

‘‘আধো অন্ধকারে খালি বুঝতে পারছি পিছনে কেউ দাঁড়িয়ে, বিজ্ঞান এর ব্যাখ্যা জানে?’’

Last Updated:
advertisement
1/9
‘‘আধো অন্ধকারে খালি বুঝতে পারছি পিছনে কেউ দাঁড়িয়ে, বিজ্ঞান এর ব্যাখ্যা জানে?’’
আমি মঞ্জুলিকা (নাম পরিবর্তিত) পেশায় আইটি কর্মী ৷ আর না পেরে আমি গেছি মনোবিদের কাছে ৷ ঘটনাটি একাধিক দিন ঘটছে আমার সঙ্গে ৷ আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে পিছনে কেউ এসে দাঁড়িয়েছে ৷ প্রথমে উড়িয়ে দিলেও একাধিকবার হওয়ায় নিজের মাথা ঠিক আছে কিনা ভাবতে শুরু করি ৷ মনোবিদের কাছেও কাউন্সিলিং চলছে ৷ Photo -Representive
advertisement
2/9
মানুষের চেতন ও অচেতনের মধ্যেকার এই ধোঁয়াশা জগত নিয়ে চিরকাল বহু কথা বহু মত, বহু রিসার্চ হয়েছে ৷ রবীন্দ্রনাছ ঠাকুর, সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বরাও দীর্ঘ পড়াশুনো লেখালেখি করেছেন প্ল্যানচেট , অশীরিরিদের উপস্থিতি নিয়ে ৷ ফলে আপনার নিজেকে নিয়ে এরকম ঘাবড়ে যাওয়ার কিছু নেই ৷ Photo -Representive
advertisement
3/9
এই বিষয় নিয়ে যাঁরা পড়াশুনো করেন তাঁদের মতে আলো আধাঁরিতে মন খানিকটা দুর্বল অবস্থায় থাকে ৷ হয়ত মনের সেই দুর্বলতা আমরাও সব সময় বুঝতে পারি না ৷ তখন যোগাযোগ হয় সেই না জানা জগতের সঙ্গে ৷ Photo -Representive
advertisement
4/9
আগেরকার দিনের মানুষরা বলতেন রাতে আয়না কোনও কিছু দিয়ে ঢেকে রাখতে ৷ কারণ নাকি রাতের অন্ধকারে মুক্তদেহীরা আয়নার মাধ্যমে প্রবেশ করতে পারেন আমাদের পৃথিবীতে ৷ Photo -Representive
advertisement
5/9
কেস স্টাডি- নাহাড়গড় ফোর্টের খুব কাছের এক হোটেলে আমি ছিলাম ৷ আমার অভ্যাস ভোর রাত থাকতেই উঠে পড়া ৷ আয়নার সামনে দাঁড়ুিয়ে হঠাৎ মনে হল পিছনে ধোঁয়ায় হালকা একটা অবয়ব ৷ সবুজ লেহঙ্গা পরা এক রাজস্থানী মহিলা ! Photo - Twitter
advertisement
6/9
নাহাড়গড় ফোর্টে যাঁরা গেছেন তাঁরা সকলেই জনশ্রুতিটি শুনেছেন ৷ একবার এক মহিলাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল দুর্গে ৷ তারপর তাঁকে সেখান থেকে সামনে জঙ্গলের জলাশয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ৷ বানানো হয় বাঘের টোপ ৷ সেই সময়ের রাজকুমার মহিলার শরীরের ভুক্তাবশেষ নিয়ে এসে প্রমাণ করেছিলেন যে মহিলাকে মেরে ফেলা হয়েছে ৷ এই মহিলাকে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দেখেছেন ৷ Photo -Representive
advertisement
7/9
Photo - Twitter
advertisement
8/9
তালাশের মতো বলিউডি ছবিতে যেবাবে অশীরীরিকে জীবনের সঙ্গে জীবন জুড়ে যাওয়ার ঘটনা দেখানো হয়েছে ৷ Photo - YouTube Grab
advertisement
9/9
মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরণের বিষয়ের জন্য রিসার্চ করার জন্য বিখ্যাত নাম রেমন্ড মুডি ৷ আয়না নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ৷ তিনি মৃত ব্যক্তিদের সঙ্গে প্রিয় ব্যক্তিদের যোগাযোগ করিয়ে দেন ৷ Photo -Representive
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
‘‘আধো অন্ধকারে খালি বুঝতে পারছি পিছনে কেউ দাঁড়িয়ে, বিজ্ঞান এর ব্যাখ্যা জানে?’’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল