TRENDING:

কী ভাবে বাছবেন জীবনসঙ্গী, কোন নারীকে বিবাহ করবেন, কী বলছেন চাণক্য

Last Updated:
দেখা যাক ,আড়াই হাজার বছর আগে বিবাহ প্রসঙ্গে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
1/5
কী ভাবে বাছবেন জীবনসঙ্গী, কোন নারীকে বিবাহ করবেন,  কী বলছেন চাণক্য
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে বিবাহ প্রসঙ্গে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
2/5
নারীর রূপ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন চাণক্য। তাঁর মতে অন্তরের সন্ধান নিতে হবে, যাঁর অন্তরাত্মা সুন্দর, তিনিই সুযোগ্য পাত্রী।
advertisement
3/5
সুন্দরী অথচ ছায়াছন্ন নারীর সংসর্গ এড়াতে নিদান দেন চাণক্য।
advertisement
4/5
রূঢ়ভাষণ পছন্দ নয় চাণক্যের। বিবাহ-বিষয়ে কটূভাষী নারীর থেকে দূরে থাকতেই বলেন চাণক্য।
advertisement
5/5
হবু স্ত্রীর বিশ্বাসযোগ্যতা, সত্যবাদিতা সম্পর্কে সুনিশ্চিত হতে বলেন চাণক্য। বলাই বাহুল্য একথা দু'পক্ষের জন্যেই প্রযোজ্য, চাণক্যের যুগের বিবেচনা পুরুষতান্ত্রিক ছিল বলেই নিদান এমন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কী ভাবে বাছবেন জীবনসঙ্গী, কোন নারীকে বিবাহ করবেন, কী বলছেন চাণক্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল