TRENDING:

সোমবতী পূর্ণিমা আজ, এ ভাবে মা লক্ষ্মী ও মহাদেবের আরাধনা করলেই হবে ধনলাভ

Last Updated:
advertisement
1/8
সোমবতী পূর্ণিমা আজ, এ ভাবে মা লক্ষ্মী ও মহাদেবের আরাধনা করলেই হবে ধনলাভ
আজ সোমবার ৷ তার উপর পূর্ণিমাও আজ ৷ আর সোমবারের পূর্ণিমাকে বলা হয় সোমবতী পূর্ণিমা ৷
advertisement
2/8
সোমবারের পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং পুণ্য তিথি বলে ধরা হয় ৷ এই তিথিতে দেব-দেবীর আরাধনা করলে সংসারে অর্থাগমমের কোনও অভাব হয় না ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
3/8
শাস্ত্রমতে এদিন মহাদেব এবং মা লক্ষ্মীর পুজো করলে, তাঁরা সন্তুষ্ট হন ৷ জেনে নিন কীভাবে তাঁদের পুজো করবেন-ছবি: সংগৃহীত ৷
advertisement
4/8
শিবের মাথায় বিরাজ করে চাঁদ। তাই পূর্ণিমা তিথিতে শিবকে তুষ্ট করতে কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। এতে ধনলাভের সম্ভাবনা বাড়ে। ছবি: সংগৃহীত ৷
advertisement
5/8
এইদিন মহালক্ষ্মী যন্ত্রের পুজো করে ঠাকুরঘরে স্থাপিত করুন। এই যন্ত্রকে রোজ পুজো করলে অর্থভাগ্য ফেরে। ছবি: সংগৃহীত ৷
advertisement
6/8
পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ বা বিষ্ণুর পুজো করলেও অর্থলাভ হয়। ছবি: সংগৃহীত ৷
advertisement
7/8
চাঁদের উদ্দেশে ক্ষীরের ভোগ নিবেদন করলে দুর্ভাগ্য দূর হয়। ছবি: সংগৃহীত ৷
advertisement
8/8
সূর্যাস্তের পরে পিপল গাছের নীচে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তিনি প্রসন্ন হলে অর্থভাগ্য ফেরে। ছবি: সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সোমবতী পূর্ণিমা আজ, এ ভাবে মা লক্ষ্মী ও মহাদেবের আরাধনা করলেই হবে ধনলাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল