TRENDING:

শুধু ঘট বসিয়ে নয়, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো করুন এগুলি দিয়ে , অর্থের আর কোনও অভাব হবে না

Last Updated:
advertisement
1/5
শুধু ঘট বসিয়ে নয়, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো করুন এগুলি দিয়ে
♦ বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মীপূজা করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা।
advertisement
2/5
♦ কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারেঅথচ সহজে লক্ষ্মীপূজা করবেন কী ভাবে?
advertisement
3/5
♦ বৃহস্পতিবার লক্ষ্মীপূজার উপকরণ অতীব সামান্য। যেগুলি লাগে সেগুলি হল—সিঁদুর, ঘট ১টি, ধান সামান্য, মাটি সামান্য, আমপল্লব ১টি, ফুল ১টি, দুর্বা সামান্য, ফুল, কাঁঠালি কলা বা হরিতকি ১টি ৷
advertisement
4/5
♦ চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপচাল ও জল।
advertisement
5/5
♦ কোনও দ্রব্য সংগ্রহ করতে না পারলে, পূজার শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শুধু ঘট বসিয়ে নয়, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো করুন এগুলি দিয়ে , অর্থের আর কোনও অভাব হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল