TRENDING:

নোংরা অফিস পলিটিক্সে কোনঠাসা? বাঁচার উপায় ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য

Last Updated:
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে অফিস পলিটিক্স থেকে মুক্তি পেতে নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য। বলাই বাহুল্য চাণক্যের আমলে আজকের মতো অফিস ছিল না, কিন্তু প্রশাসনিক পরিকাঠামো ছিল, ছিল অফিস জবও-
advertisement
1/5
নোংরা অফিস পলিটিক্সে কোনঠাসা? বাঁচার উপায় ২৫০০ বছর আগে বলেছিলেন  চাণক্য
চাণক্য সততার মাপকাঠিটুকুও বেধে দিয়েছেন। তাঁর কথায়, নিজের কাছে সৎ থাকাটাই জরুরি। কিন্তু আপনার সততা যদি আপনার দুর্বলতা ভেবে বসে কেউ তবে আপনি রাজনীতির শিকার হবেন।
advertisement
2/5
চাণক্য বলেন, চোখ কান খোলা রাখতে হবে প্রতিটি পদক্ষেপে। বিশ্লেষণ করে পথ এগোনো মানেই আপনি খারাপ কাজ করছেন তা নয়।
advertisement
3/5
অফিস পরিবেশে যে কোনও কাজ করার আগে কেন করছেন, এর ফল কী হতে পারে, এটা কী ধরনের সাফল্য আনতে পারে এই প্রশ্নগুলি নিজেকেই করুণ।
advertisement
4/5
প্রায়োরিটি সেট করুন। বেছে নিন কোন কাজটি আগে করবেন কোন কাজটি পরে। দফতরের গোপনীয়তা বজায় রাখুন। সব কথা পরিবারেও বলার দরকার নেই।
advertisement
5/5
গুজব থেকে নিজেকে দূরত্ব বজায় রাখুন। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব থাকুক, থাকুক দূরত্বও। নিজের কাজের জায়গায় নিজেকে নমনীয় রাখুন
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নোংরা অফিস পলিটিক্সে কোনঠাসা? বাঁচার উপায় ২৫০০ বছর আগে বলেছিলেন চাণক্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল