আদ্যা মা এক বিপুল শক্তির উৎস, আদ্যাস্তোত্র পাঠে জীবনের বহু কঠিন সমস্যা নিমেষেই সমাধান
Last Updated:
advertisement
1/6

মায়ের মধুর নামে রয়েছে শক্তি ৷ সেই শক্তিতেই জীবনের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
প্রচলিত আছে প্রতিদিন যদি আদ্যাস্তোস্ত্র পাঠ করা যায় তবেই জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ সম্ভব ৷ কঠিন ব্যাধি থেকে জীবনের বিধি বিপত্তি, আর্থিক অনটন থেকে সুখের সময়ের বাধা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
কুরুক্ষেত্রে ভদ্রকালী, রামেশ্বরী সেতুবন্ধে, বিমাসলা পুরুষোত্তমে, কালিকা বঙ্গদেশে, মহামায়া মথুরায়, কুবের ভবনে শুভা ৷ মায়ের বিভিন্ন রূপেই রয়েছে মুক্তির পথ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
অন্নদাঠাকুর আদ্যা মায়ের উপাসনা করতেন মায়ের এক অনুগত সন্তান ছিলেন ৷ তিনি আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা ৷ স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তেরা বিপুল সংখ্যায় আদ্যাপীঠে জমায়েত হয়ে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
মায়ের মধুমাখা নামে রয়েছে মুক্তির আস্বাদ ৷ মনের শান্তি, শারীরিক সুস্থতা মায়ের কল্যাণে জীবন বেশ সুন্দর হয়ে ওঠে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
তবে আদ্যাপীঠে গেলে মায়ের দর্শন সব সময়ে পাওয়া যায়না ৷ সকাল-সন্ধ্যা মায়ের নাম জপ করলে মনের শান্তি আসে ৷ মন ভাল থাকলে সব থাকে ভাল ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আদ্যা মা এক বিপুল শক্তির উৎস, আদ্যাস্তোত্র পাঠে জীবনের বহু কঠিন সমস্যা নিমেষেই সমাধান