TRENDING:

Holi 2021: হোলির দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত

Last Updated:
জেনে নিন এই দিন কোন কোন কাজ করা উচিত নয়
advertisement
1/6
Holi 2021: হোলির দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত
ফাগুন লেগেছে বনে বনে... রঙে নাচে গানে বসন্ত জাগ্রত দ্বারে। ছুঁতে চাওয়ার মুহূর্তরা জানে। রং-বাজির মানে। রাঙিয়ে দিয়ে যাও। দোলে-হোলিতে গলাগলি। রং-পলাশের পদাবলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ফাল্গুনের পূর্ণিমা পড়ছে মার্চ মাসের ২৮ তারিখে। আর তা শেষ হচ্ছে মার্চ ২৯ তারিখ। দোল পূর্ণিমা তিথির শুরু ২৮ মার্চ রবিবার ৩ টে বেজে ২৭ মিনিটে, পূর্ণিমা উপবাস পালন। দোল পূর্ণিমা তিথি শেষ হবে ২৯ তারিখ সোমবার রাত ১২ টা বেজে ১৮ মিনিটে। এ বছরের হোলিকে একটু বিশেষ বলেই মনে করছেন জ্যোতিষীরা ৷ সেই কারণে এ তিথিতে বিশেষভাবে পুজো করলে সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে ৷
advertisement
2/6
উপোস করে পুজো করা হয় রাধা-কৃষ্ণের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷
advertisement
3/6
মাছদের খেতে দিন ৷ এতে আপনার অর্থ কষ্ট দূর হবে ৷ ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না ৷
advertisement
4/6
এই দিন সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
advertisement
5/6
এ দিন চুল, দাঁড়ি না কাটাই মঙ্গল ৷
advertisement
6/6
আমিষ আহার গ্রহণ করবেন না ৷ বলা হয়, দোলের দিন নারায়ণের উদ্দেশে সিন্নি নিবেদন করুন ৷ এরি সঙ্গে রাতের দিকে খিচুড়ি ভোগ নিবেদন করুন ৷ কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Holi 2021: হোলির দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল