TRENDING:

দোলের দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত

Last Updated:
জেনে নিন এই দিন কোন কোন কাজ করা উচিত নয়
advertisement
1/6
দোলের দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত
সোমবার ৯ মার্চ মঙ্গলবার দোল এবং ১০ মার্চ হোলি উৎসবে পালিত হবে। প্রায় ৪৯৯ বছর পরে তৈরি হয়েছে এমন এক তিথি ৷ তাই এ বছরের হোলিকে একটু বিশেষ বলেই মনে করছেন জ্যোতিষীরা ৷ সেই কারণে এ তিথিতে বিশেষভাবে পুজো করলে সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে ৷
advertisement
2/6
উপোস করে পুজো করা হয় রাধা-কৃষ্ণের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷
advertisement
3/6
মাছদের খেতে দিন ৷ এতে আপনার অর্থ কষ্ট দূর হবে ৷ ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না ৷
advertisement
4/6
এই দিন সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
advertisement
5/6
এ দিন চুল, দাঁড়ি না কাটাই মঙ্গল ৷
advertisement
6/6
আমিষ আহার গ্রহণ করবেন না ৷ বলা হয়, দোলের দিন নারায়ণের উদ্দেশে সিন্নি নিবেদন করুন ৷ এরি সঙ্গে রাতের দিকে খিচুড়ি ভোগ নিবেদন করুন ৷ কিন্তু ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
দোলের দিন এই কাজগুলো করলেই সর্বনাশ নিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল