TRENDING:

আপনাকে ঘিরে রেখেছে শত্রু? ২৫০০ বছর আগে রক্ষা পাওয়ার উপায় বলে গিয়েছিলেন চাণক্য

Last Updated:
,আড়াই হাজার বছর আগে শত্রু এড়াতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য?
advertisement
1/5
আপনাকে ঘিরে রেখেছে শত্রু?  ২৫০০ বছর আগে রক্ষা পাওয়ার উপায় বলে গিয়েছিলেন চাণক্য
প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে শত্রু এড়াতে কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চানক্য।
advertisement
2/5
চাণক্য বলেন শত্রুর হেতুটি খুঁজে বের করতে। অর্থাৎ যিনি শত্রুতা করছেন তাঁর শত্রুতার পশ্চাতে থাকা কার্যকারণটি খুঁজে বের করতে, উদ্দেশ্যটি ভালো করে বুঝতে।
advertisement
3/5
চাণক্য বলেন শত্রুর দুর্বলতা না জেনে শত্রুর সঙ্গে সংঘাতে যাওয়া ঠিক নয়। কারণ তাতে ক্রমেই দুর্বল হয়ে পড়তে হবে।
advertisement
4/5
চাণক্য সন্ধিতে বিশ্বাসী। তিনি মনে করেন পরাজয়ের থেকে সন্ধি ভালো, সেটাই সম্মানজনক ব্যবস্থা। এতে দুর্বলতা মেরামতের একটা সুযোগ পাওয়া যায়।
advertisement
5/5
ব্যক্তিগত স্তরে শত্রুর জল মাপার কথা বলেন চাণক্য। অর্থাৎ তাঁর গতিবিধি মাপার কথা বলেন।রাষ্ট্রের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে কড়া গুপ্তচর ব্যবস্থার কথা বলা রয়েছে তাঁর নীতিতে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আপনাকে ঘিরে রেখেছে শত্রু? ২৫০০ বছর আগে রক্ষা পাওয়ার উপায় বলে গিয়েছিলেন চাণক্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল