TRENDING:

Haunted Station: রাত নামলে আজও নাকি দেখা যায় 'অলৌকিক' দৃশ্য, ৫০ বছর আগের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে 'ভূতুড়ে স্টেশন'কে

Last Updated:
Haunted Station: শোনা যায়, বহু বছর আগে এক মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী।
advertisement
1/5
রাত নামলে দেখা যায় 'অলৌকিক' দৃশ্য, ৫০ বছর আগে কী হয়েছিল 'ভূতুড়ে স্টেশন'-এ?
এমন অনেক ঘটনাই ঘটে যা বিজ্ঞানে বিচার করা যায় না৷ এমনই অভিজ্ঞতা হয়েছে পুরুলিয়াবাসীর৷
advertisement
2/5
অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে একটা স্টেশন। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর। স্থানীয়দের কাছে ‘ভূতুড়ে স্টেশন’ হিসাবে পরিচিত এই স্টেশনের নাম বেগুনকোদর।
advertisement
3/5
ঠিক কী হয়েছিল এখানে? শোনা যায়, বহু বছর আগে এক মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তাঁর স্ত্রী। এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় মৃতদেহ।
advertisement
4/5
ঘটনার পরই রাতারাতি পালিয়ে যায় রেলকর্মীরা। বন্ধ হয়ে যায় ট্রেন থামা।
advertisement
5/5
এখনও স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা অলৌকিক ঘটনা৷ কেউ বলে এখানে শোনা যায় অদ্ভুত শব্দ, পাওয়া যায় পোড়া গন্ধ৷ প্রসঙ্গত, এই প্রতিবেদন স্থানীয়দের মুখের কথার ভিত্তিতে লেখা৷ নিউজ ১৮ বাংলা কোনও অলৌকিক ঘটনা সমর্থন করে না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Haunted Station: রাত নামলে আজও নাকি দেখা যায় 'অলৌকিক' দৃশ্য, ৫০ বছর আগের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে 'ভূতুড়ে স্টেশন'কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল