TRENDING:

বুধের অবস্থান বদল, এই ৬ রাশির জন্য দারুণ সুসময়

Last Updated:
আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বুধ কুম্ভ রাশিতেই অবস্থান করবে৷ তার পর সে মেষ রাশিতে যাবে৷
advertisement
1/12
বুধের অবস্থান বদল, এই ৬ রাশির জন্য দারুণ সুসময়
বুধের অবস্থান বদল, এই ৬ রাশির জন্য দারুণ সুসময়
advertisement
2/12
মেষ-অকারণ খরচের কারণে চিন্তা বাড়বে৷ শেষ মুহূর্তে কোনও নিশ্চিত কাজ ভেস্তে যেতে পারে৷ ধৈর্য ধরে কাজ করুন৷ অশান্তি, ঝগড়ার মুখোমুখি হতে পারেন৷
advertisement
3/12
বৃষ- বুধের অবস্থান বদলের কারণে চাকরিতে উন্নতি হতে পারে৷ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে৷ ভাল কোনও খবর পেতে পারেন৷
advertisement
4/12
মিথুন- অনেকদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যেতে পারে৷ ভাল কোনও খবর পেতে পারেন৷ বাড়িতে সুখ- সমৃদ্ধি বাড়বে৷ মন ভাল থাকবে৷
advertisement
5/12
কর্কট- ভেবেচিন্তে পা ফেলা ভাল৷ ঝোঁকের মাথায় কোনও কাজ করে ফেলবেন না৷ বাড়ির বড়দের পরামর্শ মেনে চলুন৷
advertisement
6/12
কন্যা- এই রাশির জাতক- জাতিকাদের জন্য সময়টা ভাল যাবে৷ ছাত্রছাত্রীদের জন্য ভাল সময়৷ এই সময়টা কাজে লাগালে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
7/12
তুলা- বাধার মুখে পড়তে পারেন, কিন্তু হাল ছাড়লে চলবে না৷ ধৈর্য ধরলে ভবিষ্যতে সুফল মিলবে৷ পরিবারে মানসিক অশান্তি বাড়তে পারে৷
advertisement
8/12
বৃশ্চিক- পুরনো কোনও কাজ বা পরিকল্পনা বুধের অবস্থান বদলের কারণে সফল হবে৷ আটকে থাকা কাজ হয়ে যাবে৷ তাড়াহুড়ো করবেন না৷
advertisement
9/12
ধনু- লাভ বা আয় যেমন বাড়বে, সেরকমই খরচও বাড়বে৷ যত পরিশ্রম করবেন, তত সুফল পাবেন৷
advertisement
10/12
মকর- আগে করা কোনও পরিশ্রম ফসল এখন পাবেন৷ কোনও বড় সাফল্য আসতে পারে৷
advertisement
11/12
কুম্ভ- নতুন কোনও পরিকল্পনা বা কাজ এখন শুরু করতে পারেন৷ পরিবার বা বন্ধুদের সঙ্গে কোনও বিবাদ, বাধা থাকলে তা মিটে যাবে৷ আয়, লাভের সঙ্গে জীবনে সুখ, সমৃদ্ধি বাড়বে৷
advertisement
12/12
মীন- এই রাশির জাতক- জাতিকাদের জন্য ভাল সময়৷ কারণ এই রাশিতেই বুধ অবস্থান করবে৷ পরিবারের সবার সহযোগিতা পাবেন এবং রোজ যে কাজ করবেন তাতে অপ্রত্যাশিত সাফল্য আসবে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বুধের অবস্থান বদল, এই ৬ রাশির জন্য দারুণ সুসময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল