TRENDING:

কালীপুজোয় ভুলেও এই সব একদম নয়, বাড়বে দুর্ভোগ

Last Updated:
advertisement
1/14
কালীপুজোয় ভুলেও এই সব একদম নয়, বাড়বে দুর্ভোগ
সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য পেতে কালীপুজোর দিন এই কাজগুলি একদমই করবেন না ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/14
আলোর উৎসব কালীপুজো বা শক্তিরূপিনী দেবীর আরাধনার দিনও ৷ কালীপুজোর দিন কোনও ভাবেই এই সব করবেন না ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/14
ক্লাব থেকে পাড়া, বারোয়ারি থেকে সর্বজনীন, বাড়ির পুজো থেকে বিভিন্ন মন্দিরে শক্তিরূপিনী দেবীর আরাধনা করে থাকেন মানুষ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/14
জীবনের কালিমা দূর করে দুর্বল জীবনে শক্তি সঞ্চারিত করতেই শক্তিরূপিনী দেবীর আরাধনা করে থাকি আমরা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/14
অমাবস্যা তিথিতেই মা কালীর আরাধনা করা হয় ৷ সারাদিন কঠোর উপোসে থাকার পরে মায়ের বন্দনা শেষেই মুখে জলের প্রথম বিন্দু তুলে নেন ভক্তরা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/14
জীব হত্যা মহা পাপ, কোনও দেবতা জীবের রক্তে রাঙিয়ে কখনও খুশি হতে পারেন না ৷ মা কি কখনও সন্তানের মৃত্যুতে খুশি হতে পারেন ? ছবি সংগৃহীত ৷
advertisement
7/14
প্রাচীনকালে বলিদান প্রথার প্রচলন হয়েছিল বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই ৷ পাঁঠা বলি অর্থাৎ শরীরের কামনাকে মায়ের পায়ে অর্পণ করে নিজেকে নিষ্কাম করে রাখা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/14
আখ থেকে চিনি তৈরি হয়ে থাকে ৷ সেই চিনিই গেঁজে গিয়ে মাদ্রকের আকার নেয় মায়ের পায়ে আখ বলি দিয়ে ৷ নিজেদের মাদ্রক মানসিকতাকে মায়ের পায়ে অর্পণ করার উদ্দেশেই আখ বিল দেওয়া হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/14
লোভ বর্জনেই ডাব বলি দেওয়ার রীতিনীতি এসেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/14
জীবন থেকে ধুয়ে মুছে ফেলুন ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, মায়া, মোহ, মদ, আনন্দ ৷ তবেই মিলবে সুখ -সমৃদ্ধি ৷ জীবন ভরে উঠবে মঙ্গলময় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
11/14
পুজোর দিন যেন কোনও ভাবেই শরীরের কোনও অংশ থেকে রক্তপাত না হয়ে থাকে ৷ অবশ্যই যাঁরা উপোস করে মায়ের পুজো দেন তাঁদের ক্ষেত্রেই সব প্রযোজ্য ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
12/14
ভুলেও কারোর অমঙ্গল চাইবেন না মায়ের কাছে প্রার্থনা করুন সবার যেন মঙ্গল হয় ৷ সবাই যেন শান্তিতে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
13/14
মায়ের কাছে সন্তানের একটাই আর্তি তাঁর চেতনা যেন মায়ের পরশেই পর চৈতন্য লাভ করে থাকে ৷ ভক্তের আর্তি মায়ের কাছে সে রাজা হতে চায়না শুধুই চায় দু'বেলা যেন খেতে পেয়ে বেঁচে বর্তে ৷ থাকে ৷ সেই উদ্দেশে মায়ের কাছে জগতের সব সন্তানের প্রার্থনা তাঁদের সন্তান যেন থাকে দুধে ভাতে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
14/14
না জীব, না জড় অর্থাৎ অর্ধনারীশ্বর ৷ আমাদের মা কালীর প্রতীক অর্থাৎ মনকে যেমন দেখতে পাওয়া যায়না, মন শুধুই অনুভব করা যায় ৷ শরীর বা দেহকে দেখতে পাওয়া যায় ৷ কালীকে গায়ের রঙের জন্যই তাঁকে দেখতে পাওয়া যায়না ৷ মা দন্ডায়মান দেবাদিদেব মহাদেবের উপরে ৷ তিনি জীব আর মাকালী স্বয়ং প্রকৃতির প্রতীক ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কালীপুজোয় ভুলেও এই সব একদম নয়, বাড়বে দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল