TRENDING:

World’s Most Married Man: বিয়ে করে রেকর্ড গড়েছেন, অন্তিম সময়ে পাশে ছিলেন না কেউ! ক’টি বিবাহ জানেন? রইল মর্মান্তিক কাহিনি

Last Updated:
Most number of marriage: সম্পর্কের পরিণতি কেউ বলতে পারে না, তবু আমরা সুখের আশায় সম্পর্কে আবদ্ধ হই। তবে জানেন কি বিশ্বে এমন একজন মানুষ আছেন যিনি ৩১ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
advertisement
1/5
বিয়ে করে রেকর্ড গড়েছেন, অন্তিম সময়ে পাশে ছিলেন না কেউ! ক’টি বিবাহ জানেন?
সম্পর্কের পরিণতি কেউ বলতে পারে না, তবু আমরা সুখের আশায় সম্পর্কে আবদ্ধ হই। তবে জানেন কি বিশ্বে এমন একজন মানুষ আছেন যিনি ৩১ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
advertisement
2/5
৩১ বার তিনি বিয়ে করেছেন ২৯ জন মহিলাকে। মনোগামি সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি বার বিয়ের নজির তাঁরই, তিনি গ্লিন উলফ।তাঁর ৮৯ বছরের জীবনে তিনি মাদকাশক্ত, চোর- বিভিন্ন পেশার মহিলাকে নিজের জীবনসঙ্গী করেছিলেন।
advertisement
3/5
১৯২৬ সালে তাঁর এই বিয়ে করার যাত্রা শুরু হয়। গ্লিনের কোনও কোনও বিয়ে টিকে ছিল কয়েক বছর, কোনও বিয়ে কয়েক মাস, কোনও বিয়ে আবার শুধুমাত্র কয়েক দিনের জন্য।
advertisement
4/5
গ্লিনের ২৯টি স্ত্রীর মোট ১৯ জন সন্তান ছিল। কিন্তু শেষ জীবন তাঁর এতটাই নিঃসঙ্গ ছিল যে, জন উলফ নামের এক সন্তান ছাড়া কেউই তাঁকে সমাধিস্থ করার জন্য ছিল না। প্রতীকী ছবি।
advertisement
5/5
২৯ জন স্ত্রীর মধ্যে ২৮ নম্বর স্ত্রীর সঙ্গেই সবচেয়ে বেশি দিন সম্পর্কে ছিলেন গ্লিন, ১১ বছর। সেই স্ত্রীর নাম ক্রিস্টিন ক্যামাচো। তাঁর জীবনে একটি বিবাহ টিকেছিল মাত্র ১৯ দিন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World’s Most Married Man: বিয়ে করে রেকর্ড গড়েছেন, অন্তিম সময়ে পাশে ছিলেন না কেউ! ক’টি বিবাহ জানেন? রইল মর্মান্তিক কাহিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল