GK: ব্যবহার তো আমরা সবাই করি! Shampoo-কে বাংলায় কী বলে? উত্তর অজানা ৯৯ শতাংশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK What Is Shampoo Called In Bengali: বলুন তো দেখি, Shampoo-কে বাংলায় কী বলে? বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা ভাবিয়ে তোলে অনেককেই। সঠিক উত্তর দিতে গিয়েও হোঁচট খান অনেকেই।
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা।
advertisement
3/7
বলুন তো দেখি, Shampoo-কে বাংলায় কী বলে? বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা ভাবিয়ে তোলে অনেককেই। সঠিক উত্তর দিতে গিয়েও হোঁচট খান অনেকেই।
advertisement
4/7
শ্যাম্পু হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত একটি তরল বা অর্ধ তরল পদার্থ। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে। তবে শ্যাম্পু ব্যবহার করলেও এর বাংলা কি তা আমাদের অনেকেরই অজনা।
advertisement
5/7
অর্থাৎ শ্যাম্পু চুলে অবাঞ্ছিত পদার্থ পরিষ্কার করে এবং তৈরি হতে বাধা দেয়, কারণ এসকল পদার্থ চুলের ক্ষতি করে এবং সেই সাথে চুল সামলাতে সমস্যার সৃষ্টি করে। তাই নিয়ম মেনে আমরা সকলেউ চুলে শ্যাম্পু করে থাকি।
advertisement
6/7
শ্যাম্পু করার পরবর্তীকালে প্রায় সময়ই যা ব্যবহার করা হয়, তা হচ্ছে কন্ডিশনার। যা চুল আচড়ানো, ও চুলের স্টাইল করার সময় চুলকে নমনীয় হতে সাহায্য করে। শ্যাম্পু করার পর চুলে যে রুক্ষতার সৃষ্টি হয়, কন্ডিশনার তা কাটিয়ে চুলকে আরো নরম করে।
advertisement
7/7
এবার আসা যাক উত্তরে। আপনারা জানলে অবাক হবেন Shampo-কে বাংলায় মাথা ধোয়ার ডিটার্জেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ অনেকে বলে থাকেন। তবে সঠিক বাংলা কেশ পরিমার্জক। তবে এগুলি খুব একটা প্রচলিত নয়। শ্যাম্পুকে প্রচলিত বাংলায় শ্যাম্পুই বলা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: ব্যবহার তো আমরা সবাই করি! Shampoo-কে বাংলায় কী বলে? উত্তর অজানা ৯৯ শতাংশের