Bus: রোজ চড়ছেন, ‘বাসের’ ফুল ফর্ম কি বলুন তো? ৯৯% লোকজনই ডাহা ফেল, উত্তর শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General Knowledge: কিন্তু বাসে রোজ চড়লেও অনেকেই জানেন না বাসের ফুল ফর্ম কি? Bus কিন্তু আসলে পুরো কথাটি নয়। আসল শব্দটি কিন্তু অন্য।
advertisement
1/7

যাতায়াতের জন‍্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভরসা ‘বাস’। স্কুল, কলেজ, অফিস যাওয়াই হোক বা দূরে কোথাও ঘুরতে যাওয়া, আলাদা আলাদা প্রয়োজনে বাসে মোটামুটি প্রায় প্রত‍্যেককেই চড়তে হয়।
advertisement
2/7
কিন্তু বাসে রোজ চড়লেও অনেকেই জানেন না বাসের ফুল ফর্ম কি? বাস কিন্তু আসলে পুরো কথাটি নয়। আসল শব্দটি কিন্তু অন‍্য।
advertisement
3/7
এই ধরণের প্রশ্ন আসে চাকরির পরীক্ষা বা অন‍্য কোনও যেকোনও ধরণের কম্পিটিটিভ এক্সাম। এই সমস্ত পরীক্ষাতেই জেনারেল বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। যেকোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/7
যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। পাশ করতে গেলে তাই জিকে ভাল করে শিখে রাখা খুবই জরুরি।
advertisement
5/7
ঠিক তেমনই একটি সাধারণ জ্ঞানের একটি প্রশ্ন হল বাসের ফুল ফর্ম কি? প্রসঙ্গত, বাসের যাত্রা শুরু কিন্তু বহু বছর আগে। উইকিপিডিয়া অনুযায়ী, ১৮২০ সালে বাস পরিষেবা চালু ছিল ইউরোপে।
advertisement
6/7
যদিও সে বাস ছিল ঘোড়ায় টানা। ১৮৮২ সাল নাগাদ শুরু হয় মোটর চালিত বাস পরিষেবা এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত ও আধুনিক হয়ে উঠেছে। ভারতে বাস পরিষেবা প্রথম চালু হয় ১৯২৬ সালে মুম্বইতে।
advertisement
7/7
Bus (বাস) শব্দটি আসলে শর্ট ফর্ম বা ছোট করে বলা শব্দ। বাস শব্দের ফুল ফর্মটি হল omnibus (অমনিবাস)। রোজ চড়লেও বেশিরভাগ মানুষই জানেন না এই ফুল ফর্ম।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bus: রোজ চড়ছেন, ‘বাসের’ ফুল ফর্ম কি বলুন তো? ৯৯% লোকজনই ডাহা ফেল, উত্তর শুনলে চমকে যাবেন