TRENDING:

Hotels Bedsheet: রং চঙে বা রঙিন নয়! এই বিরাট কারণের জন্য হোটেলের চাদর, বালিশের কভার সাদা রঙের, সহজ বিষয় কিন্তু সহজে মাথায় আসবেনা

Last Updated:
Hotels Bedsheet: আসল কারণ জানলে আপনিও বাড়িতে সাদা চাদর ব্যবহার করবেন
advertisement
1/8
রং চঙে বা রঙিন নয়! এই বিরাট কারণের জন্য হোটেলের চাদর, বালিশের কভার সাদা রঙের
হোটেলে যখনই যাওয়ার ও থাকার সুযোগ হয় তখনই দেখতে পাওয়া যায় বিছানার চাদর সাদা হয় ৷ এর পিছনে গবেষণার কোনও বড় কিছু বিষয় নেই ৷ প্রতিটি মানুষের চোখেই হোটেলের বালিশের কভার বা বিছানার চাদর সাদা রঙের এটি চোখে পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
অনেকের মনে প্রশ্নচিহ্ন উঁকি মারে কেউ কেউ দেখে নেন, কিন্তু লাল, সবুজ বা নীল হলুদ রং ছেড়ে হোটেলের বিছানার চাদরের রং সাদাই বেছে নেওয়া বড় কারণটি জানলে রীতিমত চমকে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
বেশিরভাগ সময়েই মাথায় ঘুরপাক খায় সাদা রং অত্যন্ত যত্ন সহকারে রাখতে হয় নইলে এত অপরিচ্ছন্ন বা নোংরা হয় যা খুবই খারাপ লাগে দেখতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
হোটেলে তবে সাদা চাদর, বালিশের কভার ব্যবহার করা হয় হোটেলে ব্যবহার করার আসল কারণ বা বড় কারণ হল অতি সহজেই যাতে পরিষ্কার করা সম্ভব হয় ৷ প্রতীকী ছবি ৷ হোটেলে তবে সাদা চাদর, বালিশের কভার ব্যবহার করা হয় হোটেলে ব্যবহার করার আসল কারণ বা বড় কারণ হল অতি সহজেই যাতে পরিষ্কার করা সম্ভব হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
হোটেলের কাচাকুচি ব্লিচিং বা ক্লোরিন দিয়ে পরিষ্কার করা হয় ৷ তাই গাঢ় বা অতি বেয়ারা দাগ অতি সহজেই পরিষ্কার হয়ে যায় ৷ যদি রঙিন চাদর হয় ব্লিচিং দিলে রং এক্কেবারে জ্বলে যাবে ৷ সেই কারণেই হোটলের চাদরের রং সাদা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
ক্লোরিং দিয়ে চাদর পরিষ্কার করার পরে কোনও রকমের দুর্গন্ধ বেরবেনা চাদর থেকে ৷ সাদা চাদরকে মোটের উপরে বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে তুলনা করা হয়ে থাকে ৷ বিছানার চাদরের রং সাদা থাকলে ঘরের আকৃতি একটু বড় লাগে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
রঙিন চাদরের থেকে সাদা চাদর পাওয়া যায় সস্তাতে ৷ এছাড়াও সাদাকে শান্তির প্রতীক বলে মনে করা হয় ৷ সাদা চাদরে শুলে মন শান্তও থাকে ৷ এ কারণেই হোটেলের ঘরে সাদা চাদর ব্যবহার করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
৯০-এর দশক থেকেই হোটেলের চাদর ও বালিশের কভারের রং সাদা হয়ে থাকে ৷ সাদার জেল্লা থাকলেও নোংরা যাতে না হয় তাই রঙিন চাদর ব্যবহার করা হত হোটেলে ৷ কিন্তু পরবর্তীকালে হোটেলের রুমে সাদা রঙের চাদর ও বালিশের কভার ব্যবহৃত হয় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Hotels Bedsheet: রং চঙে বা রঙিন নয়! এই বিরাট কারণের জন্য হোটেলের চাদর, বালিশের কভার সাদা রঙের, সহজ বিষয় কিন্তু সহজে মাথায় আসবেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল