Bidi In English: সময়ে-অসময়ে দেন সুখটান! বলুন তো, বিড়ির ইংরেজি কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই, আপনিও ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bidi In English: দেশের বেশির ভাগ মানুষই বিড়ির কথা জানে, বিড়ি খায়। কিন্তু খুব কম এমন মানুষ আছেন, যাঁদের বিড়ির ইংরেজি প্রতিশব্দ জিজ্ঞাসা করলে ঘাবড়ে যাবেন। আপনি কি জানেন? দেখুন তো।
advertisement
1/7

সিগারেট, গুটকা, খৈনি ইত্যাদি নেশার প্যাকেটে ধূমপান সংক্রান্ত সতর্কবার্তা ছাপা হয়। কিন্তু, তা সত্ত্বেও মানুষ বিরত হয় না। ভারতের একটি বিশাল জনগোষ্ঠী ধূমপান করে, কিন্তু তা সিগারেট নয়। বিড়ি।
advertisement
2/7
বিড়ি বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলে ব্যবহৃত হয়। গ্রামীণ মানুষ ধূমপানের জন্য সিগারেটের পরিবর্তে বিড়ি খান। যার অন্যতম প্রধান কারণ এর দাম তুলনায় অনেকটাই কম।
advertisement
3/7
দেশের বেশির ভাগ মানুষই বিড়ির কথা জানে, বিড়ি খায়। কিন্তু খুব কম এমন মানুষ আছেন, যাঁদের বিড়ির ইংরেজি প্রতিশব্দ জিজ্ঞাসা করলে ঘাবড়ে যাবেন। আপনি কি জানেন? দেখুন তো।
advertisement
4/7
অনেকে বিড়িকে বলে হাতে বানানো সিগারেট। বিড়ি বানানো কিন্তু গ্রামাঞ্চলে একটি বড় রোজগারের উৎস। গ্রামীণ নারীরা বাড়িতেই তৈরি করে স্থানীয়ভাবে বিক্রি করেন। তামাক সরাসরি কাগজ বা পান পাতায় মুড়ে তৈরি করা হয়।
advertisement
5/7
পশ্চিমবঙ্গে এই বিড়ি তৈরি সবচেয়ে বেশি হয়। বাংলায় বিড়ির বাজার অনেক বড়। ১৭ শতকের পরে ভারতে বিড়ি আবিষ্কৃত হয়। ১৯৩০ সালে এটি একটি ব্যবসায় পরিণত হয় এবং বিংশ শতাব্দীতে এটি দেশের একটি বিশাল বাজারে পরিণত হয়।
advertisement
6/7
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রায় ৩০ লক্ষ মানুষ বিড়ি উৎপাদন শিল্পে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। আজকাল ভারত থেকে বিদেশেও পাঠানো শুরু হয়েছে এই বিড়ি।
advertisement
7/7
আমরা যদি ইংরেজিতে লেখার কথা বলি, ভারতে বিড়ি অনেকভাবে লেখা হয়। এটি BIDI, BIRI এবং BEEDI হিসাবে লেখা হয়। কিন্তু ইংরেজিতে একে বলা হয় বিড়ি-ই। বিড়ি ইংরেজিতে এভাবেই লেখা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bidi In English: সময়ে-অসময়ে দেন সুখটান! বলুন তো, বিড়ির ইংরেজি কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই, আপনিও ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন