TRENDING:

South Dinajpur News: উপহারের খামে কেন ১ টাকা থাকে! কেনই বা দক্ষিণাতে ১ টাকা দেওয়ার রীতি জানেন? 

Last Updated:
উৎসবে উপহার হিসেবে অনেকেই টাকা দেন। এই টাকার অঙ্কের সঙ্গে ১ টাকা জুড়ে দেওয়ার রীতি রয়েছে। কেউ দক্ষিণা হিসেবে ৫০০ টাকা দেন। কিন্তু তার সঙ্গে সবসময় ১ টাকা বেশি দিতে বলা হয়। 
advertisement
1/5
 উপহারের খামে কেন ১ টাকা থাকে! কেনই বা দক্ষিণাতে ১ টাকা দেওয়ার রীতি জানেন? 
হিন্দুরীতি অনুসারে মনে করা হয়, যে কোনও শুভ জিনিসের সূচনা ১ দিয়ে হয়। সংখ্যাতত্ত্ব অনুসারেও তাই ধরা হয়। তাই অর্থের এই দানকে শুভ করতে একটা শেষে জোড়া হয়। এতে যেকোনও কাজ শুভ হয় বলে মনে করা হয়।
advertisement
2/5
জ্যোতিষবিদ সুকুমার রায় জানান, "ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়েছিলেন। দুঃসময়েও তাতে কিছু না কিছু অন্ন বেঁচে থাকবে। এমনই আশীর্বাদ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ১ টাকাকে অনেকে সেই অক্ষয় পাত্রের আদলেই ধরে নেন। যার অর্থ দুঃসময় এলেও টাকা ফুরোবে না।"
advertisement
3/5
সামাজিক সম্পর্ক জোরদার করতে ১ টাকা দেওয়া হয় বলে মনে করেন কেউ কেউ। এই এক টাকাকে দাতার তরফে ‘ঋণ’ হিসেবে ধরা হয়।
advertisement
4/5
১ টাকা শুধুই টাকাকে বোঝায় না, বরং এটি এক হয়ে থাকাকেও বোঝায়। বাঁধা বিপত্তি, প্রতিকূলতা আসবেই। কিন্তু সেগুলিকে অতিক্রমও করতে হবে।
advertisement
5/5
এক সময় সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। ১ কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। ইতিবাচক মনে করেই এই ১ টাকা দেওয়ার চল রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
South Dinajpur News: উপহারের খামে কেন ১ টাকা থাকে! কেনই বা দক্ষিণাতে ১ টাকা দেওয়ার রীতি জানেন? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল