General Knowledge: বলুন তো কোন ফলকে অমৃত বলা হয়? আম কিন্তু না! চমকে দেবে নাম, গ্যারান্টি!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
General Knowledge: রোজই আমরা বেশিরভাগ মানুষই ফল খাই কিন্তু ফলের সম্পর্কে বহু কিছু আমাদের কাছে অজানাই থেকে যায়। আমরা অনেকেই জানি না কোন ফলকে অমৃত বলা হয়?
advertisement
1/7

চাকরির পরীক্ষায় এমন অনেক প্রশ্ন আসে যা কিছুক্ষণের জন্য ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না উত্তরটি।
advertisement
2/7
বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
3/7
রোজই আমরা বেশিরভাগ মানুষই ফল খাই কিন্তু ফলের সম্পর্কে বহু কিছু আমাদের কাছে অজানাই থেকে যায়। আমরা অনেকেই জানি না কোন ফলকে অমৃত বলা হয়?
advertisement
4/7
প্রচুর গুণাগুণ থাকায় আমলকিকে অমৃত ফল বলা হয়। এই ফলের গুণাগুণের কোনও সীমা নেই। তবে এই ফলের এমন কিছু অজানা গুণাগুণ রয়েছে যা অনেকেই জানেন না।
advertisement
5/7
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যার জন্য সর্দি-কাশি থেকে মুক্তি দিতে এর কোনও তুলনা হয় না। নিয়ম করে আমলকি খেলে ইমিউনিটি বাড়ে।
advertisement
6/7
হজম ক্ষমতা বাড়াতে অত্যন্ত সাহায্য করে আমলকি। পেটের সমস্যা মেটাতে উপকারী এই ফল। নিয়ম করে এই ফল খেলে হজমের সমস্যা একেবারে নির্মূল হয়ে যেতে পারে।
advertisement
7/7
ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ফল। এই ফল খেতে মেটাবলিজম ঠিক থাকে এবং যার কারণে এই ফল খেলে ওজন কমাতে ভীষণ ভাবে উপকার পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো কোন ফলকে অমৃত বলা হয়? আম কিন্তু না! চমকে দেবে নাম, গ্যারান্টি!