TRENDING:

একে চৈত্র মাসের সোমবার তায় দেবী চন্দ্রঘণ্টা পুজোর দিন, সাবধান! এই কাজগুলো একদম করবেন না

Last Updated:
advertisement
1/6
একে চৈত্র মাসের সোমবার তায় দেবী চন্দ্রঘণ্টা পুজোর দিন, সাবধান! এই কাজগুলো একদম করবেন না
♦ শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি ৷ যাকে বসন্ত নবরাত্রিও বলা হয় ৷ আজ সোমবার চৈত্র নবরাত্রির তৃতীয়া তিথি ৷ যেদিন দেবী চন্দ্রঘণ্টার পুজো করা হয় ৷ একে সোমবার তার উপর দেবী চন্দ্রঘণ্টার পুজোর দিন ৷ এর পাশাপাশি মহাদেবের পুজোর দিন ৷
advertisement
2/6
♦ চৈত্র মাসেও মহাদেবের পুজো করার জন্য সন্ন্যাস নিয়ে থাকেন অনেকেই ৷ সব মিলিয়ে মাহেন্দ্র তিথি আজকের সোমবার ৷ সেই কারণে আজকের দিনে কিছু কাজ করলে ভাগ্যদেবতা অপ্রসন্ন হন ৷ আর এই কারণে সংসারে অশান্তি নেমে আসতে পারে ৷ তাই জেনে নিন কী কী করা নিষেধ আজকের দিনে-
advertisement
3/6
♦ এ দিন সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
4/6
♦ আমিষ আহার গ্রহণ করবেন না ৷ নিরামিষ ভোজন করুন ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
5/6
♦ যতই সপ্তাহের শুরুর দিন হোক না কেন এদিন দাঁড়ি না কামানোই মঙ্গল ৷ ছবি: সংগৃহীত ৷
advertisement
6/6
♦ যদি আপনি সোমবার মহাদেবের পুজো করেন, তবে বলে রাখা ভাল-উপোস করে পুজো করা হয় মহাদেবে এবং দেবী চন্দ্রঘণ্টার ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷ ছবি: সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
একে চৈত্র মাসের সোমবার তায় দেবী চন্দ্রঘণ্টা পুজোর দিন, সাবধান! এই কাজগুলো একদম করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল