TRENDING:

বৃহস্পতিবার ভুলেও এই কাজগুলো করবে না, মা লক্ষ্মীর রোষে ভিখারি হবেন

Last Updated:
advertisement
1/6
বৃহস্পতিবার ভুলেও এই কাজগুলো করবে না, মা লক্ষ্মীর রোষে ভিখারি হবেন
♦ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠেছেন ৷ বেড়েছে যুক্তি-তর্ক করার চিন্তাধারা ৷ তবুও এমন কিছু ঘটনা আমাদের চারপাশে ঘটে, যার কোনও ব্যাখ্যা সেই অর্থে নেই ৷ আর সেখান থেকেই জন্মায় বিশ্বাস ৷ হিন্দু শাস্ত্রের মতে সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনও না কোন দেব-দেবীর পুজোর কথা উল্লেখ রয়েছে ৷
advertisement
2/6
♦ তেমনিই বৃহস্পতিবারকে লক্ষ্মীদেবীর বার বলেই শাস্ত্রে বলা রয়েছে ৷ তাই এইদিনটিতে অনেকে অনেক নিয়ম মেনে চলে ৷ কেউ পুজো-অর্চনার ক্ষেত্রে, আবার কেউ খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলেন ৷ শাস্ত্রমতে সপ্তাহের এই দিনটিতে বিশেষ কিছু কাজ করা উচিত নয় ৷ তাতে আপনার আর্থিক, সামাজিক ও পারিবারিক দিক থেকে কোনও না কোনও ক্ষতি সম্ভাবনা বেড়ে যায় ৷ আসুন জেনে নেওয়া যাক কোন কোন কাজ করা উচিত নয় ৷
advertisement
3/6
♦ বৃহস্পতিবার নখ, চুল-দাঁড়ি কাটাবেন না ৷ যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায় ৷ এমনকী সন্তানেরও ক্ষতি হতে পারে ৷
advertisement
4/6
♦ এইদিন আমিষ খাবার খাবেন না ৷ একই সঙ্গে মদ্যপানও করবেন না ৷ এতে অর্থাভাব বেড়ে যায় ৷
advertisement
5/6
♦ বৃহস্পতিবার মহিলাদের মাথা ধোয়া উচিত নয় ৷ এতে বৃহস্পতির কুপ্রভাব পড়তে পারে স্বামী ও সন্তানের উপর ৷
advertisement
6/6
♦ এইদিন ধার-দেনা করবেন না ৷ অর্থাৎ কারও কাছ থেকে ধার নেবেন না ও দেবেন না ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বৃহস্পতিবার ভুলেও এই কাজগুলো করবে না, মা লক্ষ্মীর রোষে ভিখারি হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল