TRENDING:

সাবধান! বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় এই ভুল করলেই ভিখারি হবেন

Last Updated:
advertisement
1/6
সাবধান! বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় এই ভুল করলেই ভিখারি হবেন
♦ বৃহস্পতিবার মানেই বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনার দিন ৷ এই দিন লক্ষ্মীপুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা।
advertisement
2/6
♦ তবে লক্ষ্মীপুজোয় কিছু বিধিনিষেধ রয়েছে ৷ কয়েকটি বিষয় লক্ষ্মীপুজোয় করলে অর্থহীন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক ৷
advertisement
3/6
♦ লক্ষ্মীপুজোয় লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মী পুজা হয়। তাই লোহা দেখলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান।
advertisement
4/6
♦ লক্ষ্মীপুজায় ঘণ্টা বাজাতে নেই।
advertisement
5/6
♦ মা লক্ষ্মীকে তুলসীপাতা নিবেদন করতে নেই। কিন্তু লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়।
advertisement
6/6
♦ লক্ষ্মীপুজা সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে সকাল ন-টার মধ্যেকরে নেওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাবধান! বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় এই ভুল করলেই ভিখারি হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল