এই জিনিসগুলি দান করলে ধনী হওয়া কেউ রুখতে পারবে না! বলছে শাস্ত্র
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস কোন দিনে দান করলে তা রীতিমতো সৌভাগ্য নিয়ে আসে
advertisement
1/5

কথায় বলে, যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন। ধনী হওয়ার সহজ রাস্তা হল দান বা ত্যাগ। শাস্ত্র অন্তত তেমনটাই বলছে। তবে যেকোনও জিনিস , যেকোনও বারে ত্যাগ করলেই যে তা থেকে সৌভাগ্য পাল্টাবে , তা নয়। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস কোন দিনে দান করলে তা রীতিমতো সৌভাগ্য নিয়ে আসে।
advertisement
2/5
দানের উপায়: অনেকেই মন্দিরে পুজো দিয়ে দান করে থাকেন। মন্দিরের সামনে বসে থাকা ভিখারিদের দান করা হয় বিভিন্ন জিনিস। তবে শাস্ত্র বলছে , দানের ধরনের উপরেও নির্ভর করে , আপনার ভাগ্য।
advertisement
3/5
কী দান করবেন?: দুঃস্থ ও দরিদ্র ব্যক্তিকে পিতলের বাসন দান অত্যন্ত ভালো দিক। কোনও অমাবস্যায় এই পিতল কিনে তা দান করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। মনে করা হয়, এই দানের পর ঘরে ধনসম্পত্তি ও অন্নবস্ত্রের অভাব থাকে না।
advertisement
4/5
লবঙ্গ ঘিরে দান: যেকোনও অমাবস্যায় লবঙ্গ ঠাকুর ঘরে পুড়িয়ে তার পোড়া অংশ কোনও নোটে রেখে তা কাউকে দানের পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এতে ধন প্রাপ্তির ক্ষেত্রে কোনও বাধা থাকলে তা কেটে যায় বলে দাবি করা হচ্ছে।
advertisement
5/5
রুপোর কয়েন : অমাবস্যার দিন কোনও বৃদ্ধ ভিখারিকে রুপোর কয়েন দান করলে তা বহু সমস্যা কাটিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ঘরে কোনওভাবে শান্তিভঙ্গ হলে তা থেকে মুক্তি দিতে পারে এই উপায়।