GK Quiz: ষাঁড় তো লাল রং, কুকুর কোন রং দেখলে রেগে যায় বলুন তো? ৯৯ শতাংশই উত্তর দিতে পারেননি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

লাল রং দেখলে ষাঁড় খেপে যায় এটা তো সবার জানা। কিন্তু কুকুর কোন রং দেখলে রাগ করে, এটা কিন্তু অনেকেই জানেন না।
advertisement
2/8
ধরুন আপনি রাস্তায় বের হলেন। আচমকা দেখলেন কুকুর আপনাকে তাড়া করেছে। কিন্তু আপনি ভাবছেন আপনি তো কিছুই করেননি। ঠিক। আপনি কিছু করেননি। আপনার জামা এর জন্য দায়ি।
advertisement
3/8
কুকুর প্রভুভক্ত। আপনার প্রিয় পশুদের মধ্যেও কুকুর অন্যতম। তবে তারও কিন্তু রাগ হয়।
advertisement
4/8
কুকুর কালো রং দেখলে রেগে যায়। তবে সবসময় যে কালো পোশাক পরলে কুকুর আপনার পিছনে দৌড়বে এমনটাও কিন্তু নয়।
advertisement
5/8
কিন্তু গত কয়েক বছরে গোটা দেশেই কুকুরের কামড়ে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ এমন কি, কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ তাই কিছু বিষয়ে সাবধান থাকতে হয়।
advertisement
6/8
অনেক সময়ই কুকুর পাগল হয়ে গিয়ে মানুষকে আক্রমণ করে৷ বিশেষত, শিশুদের উপর কুকুরের আক্রমণের প্রবণতা বেশি থাকে৷
advertisement
7/8
কুকুর কামড়ানোর পর প্রথমেই যে জায়গাটিতে কামড়েছে সেই অংশটি ভাল করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে৷ এক্ষেত্রে অ্যান্টি সেপটিক সাবান এবং লিক্যুইড ব্যবহার করা উচিত৷
advertisement
8/8
প্রতিবেদনটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Quiz: ষাঁড় তো লাল রং, কুকুর কোন রং দেখলে রেগে যায় বলুন তো? ৯৯ শতাংশই উত্তর দিতে পারেননি