TRENDING:

ভারতের কোন রাজ্যের মহিলারা বেশি মদ্যপান করেন? তাক লাগানো নাম, অবাক হবেন

Last Updated:
Alcohol Drinks: মহিলাদের মদ্যপানের প্রবণতা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- লাইফস্টাইল, আবহাওয়া, এমনকী বিদেশি পর্যটকদের আনাগোনার প্রভাবও রয়েছে। যেখানে শীত বেশি সেখানে মদ্যপানের প্রবণতা তুলনামূলক বেশি।
advertisement
1/7
ভারতের কোন রাজ্যের মহিলারা বেশি মদ্যপান করেন? তাক লাগানো নাম, অবাক হবেন
বলতে পারবেন, ভারতের কোন রাজ্যের মহিলারা মদ্যপানে পুরুষদের রীতিমতো টেক্কা দেন! অনেকেই সেই রাজ্য়ের নামটা বলতে পারবেন না।
advertisement
2/7
আসলে মহিলাদের মদ্যপানের প্রবণতা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- লাইফস্টাইল, আবহাওয়া, এমনকী বিদেশি পর্যটকদের আনাগোনার প্রভাবও রয়েছে। যেখানে শীত বেশি সেখানে মদ্যপানের প্রবণতা তুলনামূলক বেশি।
advertisement
3/7
অরুণাচল প্রদেশে ২৪.২ শতাংশ মহিলা মদ্যপান করেন। এই রাজ্যেই মহিলাদের মদ্যপানের হার সব থেকে বেশি।
advertisement
4/7
২ নম্বরে রয়েছে সিকিম। সেখানে প্রায় ১৬ শতাংশ মহিলার মদ্যপানের অভ্যেস রয়েছে।
advertisement
5/7
অসমের ৭.৩ শতাংশ মহিলা মদ্যপান করেন। এই তালিকায় অসম রয়েছে তিনে। বাংলার পাশের রাজ্যে পুরুষদের মদ্যপানের হারও বেশি।
advertisement
6/7
তেলেঙ্গানায় ৬.৭ শতাংশ মহিলা মদ্যপান করেন। এই রাজ্য তালিকায় চার নম্বরে রয়েছে।
advertisement
7/7
ঝাড়খণ্ড রয়েছে পাঁচে। সেখানে ৬.১ শতাংশ মহিলার মদ্যপানের অভ্যেস রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের কোন রাজ্যের মহিলারা বেশি মদ্যপান করেন? তাক লাগানো নাম, অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল