Extra Marital Affairs: চুটিয়ে চলছে পরকীয়া...‘অ্যাফেয়ার’ করার নিরিখে একদম টপ-এ দেশের কোন শহর? কলকাতাই বা কত নম্বরে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিবাহ বহির্ভূত সম্পর্কিত খবরে বারংবার শিরোনামে এসেছে নানা খবর। পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে কোন শহর সবথেকে এগিয়ে জানেন কি?
advertisement
1/7

বিবাহ বহির্ভূত সম্পর্কিত খবরে বারংবার শিরোনামে এসেছে নানা খবর। পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে কোন শহর সবথেকে এগিয়ে জানেন কি?
advertisement
2/7
আশলে ম্যাডিশন নামে একটি গ্লোবাল ডেটিং মার্কেটেড প্ল্যাটফর্ম অনুযায়ী ২০২৫ সালের জুন মাসে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। কোনও বড় শহরে নয়। প্রধানত ছোট ছোট শহরে এই ধরনের প্রবণতাই বেশি।
advertisement
3/7
জানেন কোন শহরে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ছেন? এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর কাঞ্চিপুরমে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে এগিয়ে। দিল্লি এবং মুম্বইকেও ছাপিয়ে গিয়েছে এই শহরের পরিসংখ্যান।
advertisement
4/7
২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন শহর থেকে ছাপিয়ে এই শহরের অবস্থান ১৭তম।
advertisement
5/7
অন্যদিকে বিভিন্ন মেট্রো শহরের মধ্যে দিল্লির এনসিআর অঞ্চল, মধ্য দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, উত্তর দিল্লি, গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগর (নয়ডা)। যদিও কলকাতার নাম নেই এই তালিকায়।
advertisement
6/7
বাণিজ্যনগরী মুম্বই প্রথম কুড়ির মধ্যে না এলেও জয়পুর, রায়গড়, কামরূপ এবং চণ্ডীগড়ে পরকীয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
advertisement
7/7
অ্যাশলে ম্যাডিশন ইউগভ সার্ভে অনুযায়ী, ভারত এবং ব্রাজিলে সবথেকে বেশি পরকীয়ার সংখ্যা দেখা গিয়েছে। সার্ভেতে ৫৩% ভারতীয় স্বীকার করে নিয়েছেন তাঁরা পরকীয়ায় লিপ্ত। এমনটাই জানানো হয়েছে ওই সমীক্ষায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Extra Marital Affairs: চুটিয়ে চলছে পরকীয়া...‘অ্যাফেয়ার’ করার নিরিখে একদম টপ-এ দেশের কোন শহর? কলকাতাই বা কত নম্বরে