TRENDING:

প্রতি বৃহস্পতিবার এই পদ্ধতিতে করুন সাঁইবাবার ব্রত, দূর হবে অর্থ কষ্ট

Last Updated:
advertisement
1/8
প্রতি বৃহস্পতিবার এই পদ্ধতিতে করুন সাঁইবাবার ব্রত, দূর হবে অর্থ কষ্ট
♦ ব্যস্ততার জীবন ৷ আর তার মধ্যে থেকে জীবনের অনেক দুঃখ-যন্ত্রণার মুখের পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এরই সঙ্গে জুড়েছে আর্থিক দুঃখ-কষ্ট ৷
advertisement
2/8
♦ আর সেই কারণেই অনেকেই শরণাপন্ন হচ্ছেন সাঁইবাবার দরবারে ৷ প্রতি বৃহস্পতিবার নিষ্ঠাভরে সাঁইবাবার ব্রত পালন করলে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায় ৷ এরই সঙ্গে সমস্ত আর্থিক বাধা দূর হয়ে যায় ৷ সংসারে অর্থ আসে হু হু করে ৷
advertisement
3/8
♦ কিন্তু সাঁইবাবার ব্রত এবং পুজোর নিয়ম ঠিক কী? জেনে নিন- শ্রী সাঁইবাবার ব্রত রাখবেন যেই শ্রদ্ধাকারী ব্যক্তি, তাঁর উচিত বৃহস্পতিবার সাদা কাপড়কে হলুদ রং করে শুকিয়ে নেওয়া ৷
advertisement
4/8
♦ ফের সন্ধ্যার সময়ে স্নান করে পবিত্র বস্ত্র ধারণ করে পূর্বদিকে মুখ করে পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপর সাঁইবাবার বিগ্রহ বা ফোটো রাখুন ৷
advertisement
5/8
♦ তারপর চন্দনের টিপ পড়ান ৷ এরপর তাঁকে হলুদ রংয়ের ফুল দিয়ে তৈরি মালা অর্পণ করুন ৷ ছবির সামনে দীপ জ্বালান ৷
advertisement
6/8
♦ হলুদে ডুবিয়ে রাখা শুকিয়ে যাওয়া বস্ত্রকে সওয়া টাকা রেখএ আপনার মনোরথ সাঁইবাবাকে নিবেদন করুন ৷ ফের সাঁইবাবার ছবির সামনে কাপড়টি গাঁট বেঁধে সাঁইবাবার চরণে রেখে দিন ৷
advertisement
7/8
♦ সাঁইবাবার ব্রতকথা পাঠ করে আরতি করে নৈবেদ্য রূপে খিচুড়ি, মিষ্টি কিংবা অন্যান্য ফলাদি বিতরণ করুন এবং শেষে নিজে গ্রহণ করুন ৷ উপরোক্ত বিধি অনুযায়ী সাঁইবাবার ব্রত করলে সব বাধা দূর হয়ে যায় ৷
advertisement
8/8
♦ ক্লেশ নিবারণ হয়৷ সুখ ও সমৃদ্ধি নিবারণ হয় ৷ তবে হ্যাঁ যে কটি বৃহস্পতিবার আপনি ব্রতটি করতে পারবেন, তা ভেবে নিয়েই সংকল্প করুন ৷ ৫,৭,৯,১১ ও ২১ বৃহস্পতিবার সাঁইবাবার ব্রত করা যায় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
প্রতি বৃহস্পতিবার এই পদ্ধতিতে করুন সাঁইবাবার ব্রত, দূর হবে অর্থ কষ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল