TRENDING:

মকর সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না, দুর্ভাগ্য-অভাব পিছু ছাড়বে না

Last Updated:
হিন্দুশাস্ত্র মতে, পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না, টাকার অভাব, অশান্তি, দুর্ভাগ্যের কালো মেঘে জীবন অতিষ্ট হয়ে উঠবে--
advertisement
1/7
মকর সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না, দুর্ভাগ্য-অভাব পিছু ছাড়বে না
পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসব, পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসব পালন করা হয়। কথিত আছে, এই বিশেষ দিনটিতে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি তার ক্ষোভ ভুলে যন, শনির গৃহে সূর্যদেবের আগমন ঘটে। তাই এই দিন পরিবার ও কাছের মানুষেরা একসঙ্গে মিলিত হয়ে মিষ্টিমুখ করে থাকেন।
advertisement
2/7
ভারতের নানা রাজ্যে এই উৎসবের নানা নাম, বিভিন্ন বৈশিষ্ট্য, মেয়াদও আলাদা। কোথাও কোথাও চার দিন পর্যন্তও উৎসব চলে। বাংলায় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাতে উত্তরায়ণ, অসমে ভোগালি বিহু, কর্নাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শায়েন-ক্রাত—এমন নানা নামে এই একই উৎসব পালন করা হয়। হিন্দুশাস্ত্র মতে, পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না, টাকার অভাব, অশান্তি, দুর্ভাগ্যের কালো মেঘে জীবন অতিষ্ট হয়ে উঠবে--
advertisement
3/7
পৌষ বা মকর সংক্রান্তির দিন ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না।
advertisement
4/7
এদিন বাড়িতে আমিষ রান্না করবেন না এবং রান্নার মধ্যে কালো তিল থাকলে খুবই ভাল
advertisement
5/7
এদিন কারও সঙ্গে ঝগড়া করবেন না, বয়স্কদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না
advertisement
6/7
এই দিন গরিব, দুঃখী বা ভিখারীদের খালি হাতে ফেরাবেন না
advertisement
7/7
মকর সংক্রান্তির দিন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা করবেন না। যদি বাড়ির কেউ বাইরে থাকে, তা হলে এই দিন বাড়ি ফিরে আসাই শুভ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মকর সংক্রান্তিতে এই কাজগুলো ভুলেও করবেন না, দুর্ভাগ্য-অভাব পিছু ছাড়বে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল