TRENDING:

ভারত 'ভেঙে' হতে পারে দু'টুকরো! মাটির নিচে চলছে 'ভয়ানক' কাণ্ড, বিজ্ঞানীদের বড় দাবি

Last Updated:
India splitting apart- তিব্বতের ভূমিকম্পের পর থেকেই যেন দুশ্চিন্তা আরও বেড়েছে বিজ্ঞানীদের। আর সেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টেকটনিক প্লেট নিয়ে।
advertisement
1/6
ভারত 'ভেঙে' হতে পারে দু'টুকরো! মাটির নিচে 'ভয়ানক' কাণ্ড, বিজ্ঞানীদের বড় দাবি
তিব্বতের ভূমিকম্পের পর থেকেই যেন দুশ্চিন্তা আরও বেড়েছে বিজ্ঞানীদের। আর সেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টেকটনিক প্লেট নিয়ে।
advertisement
2/6
ভূতত্ত্ববিদরা বলছেন, টেকটনিক প্লেট ভেঙে দু ভাগে ভাগ হতে পারে। আর এই আশঙ্কা যদি সত্যি হয় তা হলে লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে ভারতের মানচিত্র থেকে।
advertisement
3/6
এক সম্মেলনে এবার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর সেটির এক অংশ আরেকটি অংশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এমনটা হচ্ছে মূলত ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলে।
advertisement
4/6
বিজ্ঞানীরা এটাও বলছেন, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল। পৃথিবীর গভীরে এমন পদ্ধতির ফলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। কয়েকজন গবেষকের দল এই নিয়ে গবেষণা করছেন। সেই দলের নেতৃত্বে রয়েছেন চিনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউ।
advertisement
5/6
ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কার ফলে সমস্যা বাড়ছে। ফাটল যদি সত্যি দেখা দেয় তা হলে দুভাগে ভাগ হয়ে যেতে পারে দেশ।
advertisement
6/6
টেকটনিক প্লেটের চলনের দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে হলে আরও গভীর গবেষণার প্রয়োজন। জানিয়ে রাখা ভাল, ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কির ফলেই কিন্তু জন্ম হয়েছিল হিমালয়ের। আর এই ফাটল হিমালয়ের উপরও প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানী মহলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারত 'ভেঙে' হতে পারে দু'টুকরো! মাটির নিচে চলছে 'ভয়ানক' কাণ্ড, বিজ্ঞানীদের বড় দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল