TRENDING:

মহাদেবকে দুধ, দই, ঘি নিবেদন করার সময় অবশ্যই আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করুন

Last Updated:
দেবাদিদেবের পুজোয় সমস্ত উপকরণ অর্পণ করার সময় যথাযথ মন্ত্র পাঠ করতে যেন ভুলবেন না ।
advertisement
1/6
মহাদেবকে দুধ, দই, ঘি নিবেদন করার সময় অবশ্যই আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করুন
• শ্রাবণ মাস ৷ শিবের মাস ৷ সারা বছরই মহাদেবের ভক্তরা তাঁর আরাধনা করলেও এই মাসের মাহাত্ম্য অবশ্যই বিশেষ ৷ শিব ঠাকুরকে খুশি করা বেজায় সহজ। তিনি কখনও তাঁর ভক্তদের কষ্ট দেন না। কথায় বলে, অল্পতেই তুষ্ট হন মহাদেব । কিন্তু তিনি একবার রেগে গেলে রক্ষা নেই। জীবন দুর্বিসহ হয়ে উঠবে । তাই দেবাদিদেবের পুজোয় এই দুধ, দই, ঘি, মধু অর্পণ করার সময় যথাযথ মন্ত্র পাঠ করুন---
advertisement
2/6
• এবার জেনে নেওয়া যাক, শিব পুজোর মন্ত্র ৷ অনেকেই সারাদিন ধরে চার প্রহরে শিবের মাথায়জল ঢেলে থাকেন ৷ প্রতিবার জল ঢালার সময় ছয়টি উপকরণ সহযোগে পুজো করতে হয় ৷
advertisement
3/6
• দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল দিয়ে শিবের পুজো করতে হয় ৷ তবে এর সঙ্গে অবশ্যই থাকে ধুতরো ও আকন্দ ফুল এবং পাঁচটি ফল ৷
advertisement
4/6
• দুধ মন্ত্র- ওঁ হৌ ঈশানায় নমঃ ৷ দধি মন্ত্র- ওঁ জৌং অঘোরায় নমঃ ৷
advertisement
5/6
• ঘৃত মন্ত্র- ও হৌং বামদেবায় নমঃ ৷ মধু মন্ত্র- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ ৷
advertisement
6/6
গঙ্গাজল জলের মন্ত্র- ওঁ নমঃ শিবায় নমঃ ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মহাদেবকে দুধ, দই, ঘি নিবেদন করার সময় অবশ্যই আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল