TRENDING:

Bubble Wrap Popping: বাবল র‍্যাপ দেখলেই হাত নিশপিশ? এমন ইচ্ছের পেছনে আসল বিজ্ঞান জানা আছে? রয়েছে বিরাট তাৎপর্য!

Last Updated:
Bubble Wrap Popping: কিছু কিছু মানুষ কেন ফাটাতে ভালোবাসেন বাবল র‍্যাপ? বিষয়টি কি কখনও ভেবে দেখেছেন!
advertisement
1/7
বাবল র‍্যাপ দেখলেই হাত নিশপিশ? এমন ইচ্ছের পেছনে আসল বিজ্ঞান জানা আছে?
নতুন কোনও জিনিস ডেলিভারি হলেই যে জিনিসটির দিকে নজর পড়ে অনেকেরই সেটি হল বাবল র‍্যাপ। বেশিরভাগ পণ্যই সাবধানে ডেলিভার করতে এই বাবল র্যাপ দিয়েই মোড়ানো থাকে।
advertisement
2/7
বাবল র‍্যাপ দেখা মাত্রই তা ফাটাতে শুরু করেন, এমন অভ্যাস অনেকেরই আছে। আপাত দৃষ্টিতে এটি তেমন প্রয়োজনীয় নয় বলেই কী প্যাকেট থেকে বের করে বাবল র‍্যাপ ফাটাতে বেশ ভালো লাগে? বিশেষজ্ঞরা কিন্তু সেই তত্ব মানতে নারাজ।
advertisement
3/7
তাঁদের মতে, এই বাবল র্যাপ ফাটাতে অত্যন্ত আনন্দ পান মানুষ। অনেকে তো ফাটিয়েই চলেন যতক্ষণ না সবকটি বাবল শেষ হয়। কারণ তাঁরা এই কাজটি করতে অত্যন্ত আনন্দ পান। তাঁদের কাছে এই কাজটি খুব আনন্দদায়কও।
advertisement
4/7
তবে কিছু কিছু মানুষ কেন ফাটাতে ভালোবাসেন বাবল র‍্যাপ? বিষয়টি কি কখনও ভেবে দেখেছেন! না ভাবলেও সমস্যা নেই। এক দল গবেষক বিষয়টির কারণ অনুসন্ধানে গবেষণা চালিয়েছেন।
advertisement
5/7
গবেষণার তথ্য বলছে, সামনে স্পঞ্জের মতো নরম জিনিস এলে তা ছুঁতে ইচ্ছে করে। একে বলা হয় এক ধরনের ‘প্যানিক’। এই প্যানিক এতটাই তীব্র হয় যে, কখনও কখনও নিজের হাতকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। কাজেই অনেকটা আনমনে বুদবুদগুলো ফাটানোর ইচ্ছা সামলানো সম্ভব হয় না।
advertisement
6/7
গবেষণা বলছে, মজার ছলে বাবল র‍্যাপ ফাটালেও ভালো থাকবে মানসিক স্বাস্থ্য। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই অভ্যাস। এক মিনিট বুদবুদ ফাটালে প্রায় ৩৩ শতাংশ মানসিক চাপ কমে যায়! যা অবিশ্বাস্য।
advertisement
7/7
যারা বেশি বাবল র‍্যাপ ফাটাতে পছন্দ করেন, তারা অনেক বেশি কাজ করতে পারেন বলে দাবি বিজ্ঞানীদের। এমনকি মনোযোগের ঘাটতি হলে বেশ কিছুক্ষণ বাবল র‍্যাপ ফাটালে উপকার পাওয়া যাবে বলেও বিশ্বাস বিজ্ঞানীদের একাংশের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bubble Wrap Popping: বাবল র‍্যাপ দেখলেই হাত নিশপিশ? এমন ইচ্ছের পেছনে আসল বিজ্ঞান জানা আছে? রয়েছে বিরাট তাৎপর্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল