TRENDING:

বর মণ্ডপে পৌঁছলেন, কিন্তু মালা পরালেন কাকে...! খেলেন 'চড়! বিয়ের আসরেই ভেস্তে গেল সব

Last Updated:
বিয়ের দিনেই ভেঙে গেল সম্পর্ক! তবে কনের বাবা এ নিয়ে একটুও দুঃখিত নন, বরং তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তাঁর মেয়ের জীবন রক্ষা পেয়েছে।
advertisement
1/7
বর মণ্ডপে পৌঁছলেন, কিন্তু মালা পরালেন কাকে...! খেলেন 'চড়! বিয়ের আসরেই ভেস্তে গেল সব
বিয়ের সানাই বাজছে। মণ্ডপে দাঁড়িয়ে থাকা কনে চমকে গেলেন! ফুলের মালা হাতে নিয়ে তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু পরমুহূর্তেই যা ঘটল, তা অকল্পনীয়!
advertisement
2/7
বর তাঁকে উপেক্ষা করে কার গলায় বরমালা পরিয়ে দিলেন! বিস্ময়ে জমে গিয়েছিল গোটা আসর। কিন্তু কনে চুপ করে বসে থাকার মেয়ে নন—সোজা এগিয়ে গিয়ে বরকে চড় মারলেন এবং দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, "এই বিয়ে আমি করব না!"
advertisement
3/7
কী ঘটেছিল সেই রাতে? থানা ক্লডিয়া এলাকার বরখেড়া গ্রামে চলছিল বিয়ের আয়োজন। বর যখন মণ্ডপে পৌঁছন, তখনই বোঝা যাচ্ছিল, তিনি সম্পূর্ণ নেশাগ্রস্ত। কিন্তু আসল বিপত্তি বাধে তখন, যখন কনেকে উপেক্ষা করে নিজের বন্ধুকে বরমালা পরিয়ে দেন তিনি!
advertisement
4/7
এই ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিয়ে বাড়িতে চেয়ার ছোড়াছুড়ি হয়, খাবার নষ্ট হয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশ ডাকতে হয়। রাতভর দুই পক্ষের মধ্যে আলোচনা চলে, কিন্তু কনে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
advertisement
5/7
বরযাত্রীকে খালি হাতে ফিরতে হলেও, কনের পরিবার এতে দুঃখিত নয়। কনের কাকা মাইকুলাল বলেন, “বর পুরোপুরি নেশাগ্রস্ত ছিল, এরপরই সে কনের পরিবারের কাছে পণের দাবি তোলে। এই আচরণ কনে মেনে নিতে পারেননি এবং বিয়ে ভেঙে দেন। যদিও বর দাবি করছে, তাকে কেউ ধোঁকা দিয়ে নেশার ওষুধ খাইয়েছে, তবে আমরা জানি, সে মদ খেয়েছিল।”
advertisement
6/7
কনের বাবা ওমকার তাঁর মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, “বিয়ের জন্য প্রচুর টাকা খরচ করা হয়েছিল, এমনকি ঋণ পর্যন্ত নিতে হয়েছিল। তবে আমি খুশি, কারণ আমার মেয়ের জীবন নষ্ট হওয়ার আগেই সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি এখন তাঁকে একজন ভালো পাত্রের সঙ্গে পুনরায় বিয়ে দেব।”
advertisement
7/7
প্রথমদিকে গ্রামের মানুষ ও কনের পরিবার এই ঘটনায় কিছুটা হতাশ হলেও পরে তাঁরা উপলব্ধি করেন, এই বিয়ে হলে কনের জীবন দুর্বিষহ হয়ে উঠত। কনের কাকা স্পষ্ট বলেন, “সঠিক সময়ে সব শেষ হয়ে গেছে, এটাই ভাল হয়েছে।”
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বর মণ্ডপে পৌঁছলেন, কিন্তু মালা পরালেন কাকে...! খেলেন 'চড়! বিয়ের আসরেই ভেস্তে গেল সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল