সৌভাগ্য আসবে হাতের মুঠোয়, ধনতেরাসের দিন পুজো করুন যমরাজকে !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এদিন যমরাজের পুজোর আয়োজন করলে অকাল মৃত্যুর আশঙ্কা একেবারে কমে যায়
advertisement
1/7

আগামী ১৩ নভেম্বর ধনতেরাস। শাস্ত্র মতে ধনতেরাসের দিন বিশেষ পুজোর আয়োজন করলে যমরাজ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সুফল মেলে। এদিন যমরাজের পুজোর আয়োজন করলে অকাল মৃত্যুর আশঙ্কা একেবারে কমে যায়। (Photo collected)
advertisement
2/7
এদিন যমরাজের পুজোর আয়োজন করার পাশাপাশি পকেট সঙ্গ দিলে সোনার গয়না, রূপোর গয়না অথবা বাসনপত্র কিনতে ভুলবেন না যেন! বিশেষ পুজোর আয়োজন করলে ধনদেবতা কুবের যেমন প্রসন্ন হন, তেমনি গৃহস্থে আসন পাতেন মা লক্ষ্মী। (Photo collected)
advertisement
3/7
ধনতেরাসের দিন বিশেষ পুজোর আয়োজন করার পাশাপাশি সোনা-রুপোর জিনিস অথবা বাসনপত্র কিনলে সারা বাড়িতে পজেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে তার প্রভাবে শরীর চাঙ্গা হয়ে উঠতে সময় লাগে না। সেই সঙ্গে যমরাজ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ছোট-বড় রোগ-ব্যাধিও সব দূরে পালায়। (Photo collected)
advertisement
4/7
ধনতেরাসের দিন মা লক্ষ্মী এবং যমরাজের নামে পুজো দিলে পরিবারের ছোট সদস্যদের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি নানাবিধ রোগ-ব্যাধিতে বারে বারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও যায় কমে। (Photo collected)
advertisement
5/7
এদিন বিশেষ পুজো করলে মা লক্ষ্মী এবং গণেশ দেব এতটাই প্রসন্ন হন যে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও সমস্যা মিটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে দেব-দেবীদের আশীর্বাদে হারিয়ে যাওয়া মানসিক শান্তিও ফিরে আসে (Photo collected)
advertisement
6/7
অনেকে বিশ্বাস করেন যে ধনতেরাসের দিনই সমুদ্র মন্থনের কারণে আর্বিভাব ঘটেছিল মা লক্ষ্মীর। তাই তো এদিন বিষ্ণু পত্নীর পুজো করলে দেবী এতটাই প্রসন্ন হন যে গৃহস্থে তাঁর আগমণ ঘটে। আর শাস্ত্র মতে যে বাড়িতে মা লক্ষ্মী আসন পাতেন, সেখানে গণেশ ঠাকুর এবং ধন দেবতা কুবেরেরও প্রবেশ ঘটে। ফলে সেই পরিবারের যে কোনও ধরনের অর্থনৈতিক সমস্যা যেমন মিটে যায়, তেমনি অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার সম্ভাবনাও যায় বেড়ে। (Photo collected)
advertisement
7/7
ধনতেরসের প্রদোষকাল শুরু হবে ১৩ নভেম্বর বিকেল ৫:২৮ মিনিট থেকে, শেষ হবে সন্ধ্যে ৮:০৭ মিনিটে। এণন সময়ের মধ্যেই সোনা কেনা শুভ বলে দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞের। এই বছর ত্রয়োদশী লাগছে ১২ নভেম্বর রাত্রি ৯:৩০ মিনিট থেকে পড়ছে ধনতেরসের তিথি। পরের দিন বিকাল ৫:৫৯ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। ধনতেরাসের জন্য পুজোর সব থেকে শুভ সময় হল সন্ধ্যে বেলা। এ বছর সন্ধ্যে ৫ টা ২৮ থেকে ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত সব থেকে শুভ সময়। এই সময়েই ধনদেবীর পুজো করতে হবে। এই ৩০ মিনিটেই সারতে হবে পুজো।(Photo collected)