Bangladesh News: বাংলাদেশে তলে-তলে চলছে গভীর ষড়যন্ত্র! বিএনপি নেতার বাড়ি থেকে যা মিলল, ইউনূসের ঘুম উড়ে গেল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: সেনার তরফে জানানো হয়েছে, অভিযানের সময় বাড়ির মালিক নুরে আলম বুলবুল বাড়িতে ছিলেন না।
advertisement
1/5

শেখ হাসিনা জমানার পর বাংলাদেশের পরিস্থিতি এখনও অশান্তই বলা চলে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ চালালেও বিএনপি-র মতো দল ফের ক্ষমতার গন্ধ পাচ্ছে। এই পরিস্থিতিতে কুষ্টিয়ায় ঘটল ভয়ঙ্কর ঘটনা।
advertisement
2/5
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপি-র এক নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত একটি শুটারগান, ২ রাউন্ড গুলি ও একটি হাত বোমা উদ্ধার করেছে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।
advertisement
3/5
গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার মধ্যরাতে মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম বুলবুলের বাড়ির ছাদে অভিযান চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
advertisement
4/5
সেনার তরফে জানানো হয়েছে, অভিযানের সময় বাড়ির মালিক নুরে আলম বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা সেনার তরফে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি মামলাও করা হয়েছে।
advertisement
5/5
এ বিষয়ে বিএনপি নেতা নুরে আলম বুলবুল বলেন, ‘অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কারা শত্রুতাবশত বাড়ির ছাদের ওপর পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র রেখে যেতে পারে। এই ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সদস্যের সম্পৃক্ততা নেই।’
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Bangladesh News: বাংলাদেশে তলে-তলে চলছে গভীর ষড়যন্ত্র! বিএনপি নেতার বাড়ি থেকে যা মিলল, ইউনূসের ঘুম উড়ে গেল