কাল থেকে মহাকালে রক্ষা করেন পবনপুত্র, জীবের সমস্ত বাসনা পূরণ হয় বজরঙ্গবলির কৃপায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সত্য, ত্রেতা, দ্বাপর, কলিতেও বজরঙ্গবলির কৃপা সমান ভাবে বিদ্যমান
advertisement
1/5

মঙ্গলবার বজরঙ্গবলির কৃপায় জীবন অতি সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে ৷
advertisement
2/5
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি যুগও বজরঙ্গবলির কৃপায় মুক্তি পেয়েছে গোটা সমাজ ৷ পাপের নাগপাশ থেকে মুক্তি পেয়েছে মানুষ ৷
advertisement
3/5
পবনপুত্র হনুমানের কৃপা থাকলে অন্ধত্ব রোগ কাটে ৷ তাঁর নামেই সমস্ত খারাপ দূর হয় এক নিমেষেই ৷ পবনপুত্র হনুমানের কৃপাতেই শ্রীরামচন্দ্র রাজপদ পেয়েছিলেন ৷
advertisement
4/5
একমাত্র তাঁর উপাসনায় সমস্ত কিছু পাওয়া সম্ভব, অন্য কোনও দেবতার পুজো করতে হয় না ৷ সুগ্রীবকে তিনিই রামচন্দ্রের সঙ্গে দেখা করিয়েছিলেন ৷
advertisement
5/5
জগতের সব থেকে মঙ্গলময় রূপ তিনিই ৷ অঞ্জনিপুত্রের কৃপায় জীবনের সমস্ত সঙ্কট কাটে এক মুহূর্তেই ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কাল থেকে মহাকালে রক্ষা করেন পবনপুত্র, জীবের সমস্ত বাসনা পূরণ হয় বজরঙ্গবলির কৃপায়