TRENDING:

After How Much Mileage Should Mobil Oil Be Changed: প্রিয় বাইকের মোবিল বদলাবেন কতদিন অন্তর? ইঞ্জিন ভাল রাখতে আজই জেনে নিন

Last Updated:
আপনার প্রিয় বাইক বা স্কুটির ইঞ্জিন সর্বদা ভাল রাখতে মোবিল বদলানো ভীষণ রকম জরুরি। প্রতীকী ছবি কিন্তু, আমরা অনেকেই জানি না ঠিক কতদিন অন্তর মোবিল বদলানো উচিত। আর সেই সমস্যায় খারাপ হয়ে যায় আপনার প্রিয় বাইক বা স্কুটি। তাহলে জেনে নেওয়া যাক, কতদিন অন্তর মোবিল বদলানো উচিত।
advertisement
1/7
প্রিয় বাইকের মোবিল বদলাবেন কতদিন অন্তর? ইঞ্জিন ভাল রাখতে আজই জেনে নিন
এখন প্রায় সমস্ত বাইকেই সেন্সর থাকে। মোবিল ফুরিয়ে এলেই তা জানান দেয়। তাই মোবিল বদলানোর সতর্কতা এলে তা শীঘ্রই বদলে ফেলবেন নয়ত তা আপনার সাধের বাইকটির ইঞ্জিনের ক্ষতি করবে। প্রতীকী ছবি
advertisement
2/7
কিন্তু, আমরা অনেকেই জানি না ঠিক কতদিন অন্তর মোবিল বদলানো উচিত। আর সেই সমস্যায় খারাপ হয়ে যায় আপনার প্রিয় বাইক বা স্কুটি। তাহলে জেনে নেওয়া যাক, কতদিন অন্তর মোবিল বদলানো উচিত। প্রতীকী ছবি
advertisement
3/7
বাইকের ইঞ্জিন থেকে যদি অত্যধিক আওয়াজ আসতে শুরু করে তবে জানবেন তার অন্যতম কারণ মোবিল পরিবর্তনের সময় এসে গিয়েছে। কারণ মোবিল অনেকদিন না বদলালে এই ধরনের আওয়াজ হয়। প্রতীকী ছবি
advertisement
4/7
বাইকের ইঞ্জিন থেকে যদি অত্যধিক আওয়াজ আসতে শুরু করে তবে জানবেন তার অন্যতম কারণ মোবিল পরিবর্তনের সময় এসে গিয়েছে। কারণ মোবিল অনেকদিন না বদলালে এই ধরনের আওয়াজ হয়। প্রতীকী ছবি
advertisement
5/7
অনেক সময় অনেক বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কালো ধোঁয়া বেরোতে দেখা গেলেই জানবেন মোবিল বদলানোর সময় এসে গিয়েছে। প্রতীকী ছবি
advertisement
6/7
মোবিলের রঙ হয় হালকা বাদামি। মোবিল পুরনো হয়ে এলে তা কালো এবং ঘন হয়ে আসে। আঙুলে সামান্য মোবিল নিয়ে অন্য আঙুল দিয়ে ঘষে আপনি মোবিলের লুব্রিকেন্ট পরীক্ষা করে নিতে পারেন। প্রতীকী ছবি
advertisement
7/7
মোবিলের লেভেল দেখার জন্য প্রতিটি বাইকের ইঞ্জিনের পাশে একটা ছোট ঘর থাকে। যদি সেই ঘর বা উইন্ডোতে দেখেন মোবিলের লেভেল কমে আসছে। তবে নতুন মোবিল ঢালতে হবে। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
After How Much Mileage Should Mobil Oil Be Changed: প্রিয় বাইকের মোবিল বদলাবেন কতদিন অন্তর? ইঞ্জিন ভাল রাখতে আজই জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল