TRENDING:

Adult Toy: চুপি চুপি বাড়ি পৌঁছে যাবে যৌন আনন্দের খেলনা! বুদ্ধিতে বাজিমাত দম্পতির !

Last Updated:
Adult Toy: দারুণ কাজ করে ফেলেছেন এই ভারতীয় দম্পতি! কেউ কিচ্ছু জানবে না। অথচ আপনি পাবেন যৌন আনন্দ! কী ভাবে? জানুন
advertisement
1/5
চুপি চুপি বাড়ি পৌঁছে যাবে যৌন আনন্দের খেলনা! বুদ্ধিতে বাজিমাত দম্পতির !
যৌনতা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। এখনও যৌনতা নিয়ে খোলাখোলি কথা বলতেই চান না অনেকে। সেখানে কিনা সেক্স টয়ের ব্যবসা খুলে বসলেন এই ভারতীয় দম্পতি। photo source collected
advertisement
2/5
হ্যাঁ, ঠিক পড়েছেন। সেক্স টয়ের ব্যবসা শুরু করেছেন অনুষ্কা এবং সাহিল গুপ্ত নামের এই দম্পতি। লকডাউনেই তাঁদের মাথায় আসে এই ব্যবসার কথা।photo source collected
advertisement
3/5
তাঁদের মতে, মানুষের মধ্যে যৌনতা নিয়ে বহু ভুল ধারণা রয়েছে। সেই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত বলেই মনে করেন এই দম্পতি। photo source collected
advertisement
4/5
শুধু তাই নয়, অনলাইনে সেক্স টয়ের ব্যবসা শুরুর পক্ষেও যুক্তি রয়েছে তাঁদের। দম্পতির কথায় সেক্স টয় বহু দেশেই প্রচলিত। এই দেশে মানুষ এই সব কিনতে লজ্জা, সম্মানহানির মতো বিষয় ভাবেন বলেই পিছিয়ে থাকেন। কিন্তু যৌনতা এবং যৌন আনন্দ নিয়ে এই সব ভয় ভিত্তিহীন বলেই মনে করেন তাঁরা। photo source collected
advertisement
5/5
তাঁদের উদ্যোগের নাম 'মাইমিউজ'। অনলাইনে ২০০টি শহরে এখন সেক্স টয় পাঠাচ্ছেন এই দম্পতি। টিন্ডার, বাম্বল-সহ বেশ কিছু ডেটিং অ্যাপ যুক্ত হয়েছে তাঁদের সঙ্গে। ইনস্টাগ্রামেও জনপ্রিয় এই দম্পতি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Adult Toy: চুপি চুপি বাড়ি পৌঁছে যাবে যৌন আনন্দের খেলনা! বুদ্ধিতে বাজিমাত দম্পতির !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল