Hilsa Fish : ৮ হাজার টাকায় বিক্রি একটা ইলিশ! দেখার মতো মাছ, এবারের বাজারে সব থেকে দামি নাকি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh Hilsa Fish- তকাল বাংলাদেশে ২৭ কেজি ওজনের ১টি পাঙাশ বিক্রি হয়েছিল ৫১ হাজার টাকায়। জেলেরা জানিয়েছেন, বর্ষার এই সময় পদ্মার জল বেড়ে যাওয়ায় বড় সাইজের ইলিশ ও পাঙাস মাছ ধরা পড়ছে।
advertisement
1/7

সার্ডিন বা চন্দনায় ছেয়েছে বাজার। ইলিশ কিনতে গিয়ে ঠকছেন বহু মানুষ। ৬০০-৭০০ টাকায় ইলিশ কিনতে গিয়ে অন্য মাছ কিনে বাড়ি আসছেন অনেকে। রান্নার পর মাছের স্বাদ পেতেই বুঝতে পারছেন, বড় ভুল হয়েছে।
advertisement
2/7
আসল ইলিশ কিনে বাড়িতে আনাটাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে ইলিশের নামে চন্দনা গচিয়ে দিতে চাইছে অনেক অসাধু মাছ ব্যবসায়ী। বর্ষার এই সময় অনেকে ইলিশ খাওয়ার লোভ সামলাতে পারেন না। তবে তাড়াহুড়োয় ভুল হয়ে যায়।
advertisement
3/7
পদ্মার ইলিশের নামডাক রয়েছে সারা দুনিয়ায়। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশের যা স্বাদ, তার ধারেকাছে নেই আর কোনও নদীর ইলিশ। আমাদের দেশেও পাওয়া যায় সেই ইলিশ। তবে সংখ্যায় কম, আর তাই দাম থাকে আকাশছোঁয়া।
advertisement
4/7
এবার পদ্মা নদীতে এমন একটি ইলিশ ধরা পড়ল যার দাম উঠল আট হাজার টাকা! বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের ১টি ইলিশ। বিক্রি হল ৮ হাজার টাকায়।
advertisement
5/7
ইলিশ ছাড়াও একটি পাঙাশ মাছ ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে খবর। বাংলাদেশের ফেরিঘাট এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ও শাহজাহান শেখ এই মাছ দুটি বিক্রি করেছেন এত দামে।
advertisement
6/7
গতকাল বাংলাদেশে ২৭ কেজি ওজনের ১টি পাঙাশ বিক্রি হয়েছিল ৫১ হাজার টাকায়। জেলেরা জানিয়েছেন, বর্ষার এই সময় পদ্মার জল বেড়ে যাওয়ায় বড় সাইজের ইলিশ ও পাঙাস মাছ ধরা পড়ছে।
advertisement
7/7
বাংলাদেশের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে ইলিশ মাছটি বিক্রি হয়। ১ কেজি ৮০০ গ্রামের মাছ। বিক্রি হয়েছে ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Hilsa Fish : ৮ হাজার টাকায় বিক্রি একটা ইলিশ! দেখার মতো মাছ, এবারের বাজারে সব থেকে দামি নাকি!