TRENDING:

Turtle Rescue: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া

Last Updated:
Turtle Rescue: একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ কোচবিহারের কাইয়া দিঘি থেকে উঠে আসে কবিরাজ বাগানে। সেখানে একটি গাছের গুঁড়ির কোটরে আটকে পড়ে কচ্ছপটি।
advertisement
1/6
দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া
জেলা কোচবিহারের একাধিক দিঘি ও নদীতে প্রায়শই কচ্ছপের সন্ধান পাওয়া যায়। এই কচ্ছপের প্রজাতি গুলি হল ব্ল্যাক সফট শেল কচ্ছপ এবং পিকক সফট শেল কচ্ছপ।
advertisement
2/6
তবে এই কচ্ছপ গুলির বর্তমান সময়ে অনেকটাই বিপন্ন। তাই এই কচ্ছপ গুলিকে সংরক্ষণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশ প্রেমীরা ও বন দফতর।
advertisement
3/6
এদিন একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ কোচবিহারের কাইয়া দিঘি থেকে উঠে আসে কবিরাজ বাগানে। সেখানে একটি গাছের গুঁড়ির কোটরে আটকে পড়ে কচ্ছপটি।
advertisement
4/6
পরবর্তী সময়ে সেটিকে দেখতে পান এলাকার কিছু স্থানীয় মানুষ। খবর পাঠানো হয় বন্যপ্রাণ উদ্ধারকারীদের কাছে। অভিজ্ঞ বন্যপ্রাণী উদ্ধারকারী অর্ধেন্দু বণিক যান উদ্ধার করতে।
advertisement
5/6
অর্ধেন্দু বণিক জানান, এটি একটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। এর ওজন আনুমানিক প্রায় ১৭ কেজির মতন। কচ্ছপটি উদ্ধার করে কইয়া দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
6/6
বিশ্ব কচ্ছপ দিবসে এলাকায় এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় ভিড় জমান বহু উৎসুক মানুষেরা। তবে কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তাই কচ্ছপটি পুনরায় দিঘিতে ছেড়ে দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Turtle Rescue: দিঘি থেকে উঠে এসে আটকে গেল গাছের গুঁড়িতে ওটা কী! দেখতে ভিড় জমাল গোটা পাড়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল