TRENDING:

Fog Alert: এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া দামাল, তার মধ্যেই আইএমডি আরও এক পশ্চিমী ঝামেলার হুঁশিয়ারি, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Fog Alert: কুয়াশার দাপটে কাহিল উত্তর, দক্ষিণেও হাল খারাপ, পশ্চিমী ঝামেলায় কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুষারপাত, রইল ওয়েদার আপডেট
advertisement
1/8
ঝঞ্ঝার জেরে আবহাওয়া দামাল,তার মধ্যে আরও এক পশ্চিমী ঝামেলার হুঁশিয়ারি
তীব্র ঠাণ্ডা ও কুয়াশার মধ্যে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম দফতর আইএমডি। জানুন ১২ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে?
advertisement
2/8
দেশে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার মধ্যে উত্তর-পশ্চিম ভারতেও নামবে বৃষ্টি। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে একাধিক রাজ্যে মেঘলা আকাশ থাকতে পারে আগামী কয়েকদিন। এরই প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে৷
advertisement
3/8
উত্তর ও উত্তরপশ্চিম ভারত জুড়ে শুরু হয়েছে শীতের দাপট। পাহাড়ি এলাকায় তুষারপাতের প্রভাব সমতল ভূমিতেও দৃশ্যমান। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে অনেক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/8
মালদহ: তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা চারদিকে। রাত থেকেই শুরু হচ্ছে কুয়াশার দাপট। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা চারদিক। সঙ্গে উত্তুরে হওয়া।
advertisement
5/8
তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় ঠান্ডার দাপট কিছুটা কমেছে। আপাতত হাঁড় কাঁপানো ঠান্ডা নেই জেলাগুলিতে। তবে কুয়াশা ও সকালের দিকে উত্তুরে হওয়া বইতে থাকায় ঠান্ডা রয়েছে আবহাওয়া।
advertisement
6/8
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। যদিও আগামীতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
চলতি সপ্তাহে তাপমাত্রা কমার সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। সূর্যের দেখা তেমনভাবে মিলবে না আগামী কয়েকদিন। ফলে ঠান্ডার দাপট বাড়তে পারে।
advertisement
8/8
সপ্তাহব্যাপী মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই গৌড়বঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা কমার সঙ্গে কুয়াশার দাপট বৃদ্ধির পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিন। জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Fog Alert: এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়া দামাল, তার মধ্যেই আইএমডি আরও এক পশ্চিমী ঝামেলার হুঁশিয়ারি, রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল