Weather Update: ফের বাড়বে শীত! নাকি বেজায় অস্বস্তি! কী জানাচ্ছে হাওয়া অফিস
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Weather Update: ঘন কুয়াশার মাঝে পাহাড়ের বুকে উকি দিল রোদ,টানা বৃষ্টি ঘন কুয়াশার মাঝে রোদের দেখা পেয়ে স্বস্তিতে পাহাড়বাসী! তাহলে কি এবার উত্তরবঙ্গ থেকে শীতের বিদায়? কি বলছে হাওয়া অফিস।
advertisement
1/5

বৃষ্টি আর কুয়াশার মাঝে সরস্বতী পূজার দিনে পাহাড় জুড়ে রোদের লুকোচুরি খেলা । সব মিলিয়ে দারুন মুডে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরের মাঝে ঝলমলে রোদের খেলা।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি তার মাঝেই মিঠে রোদের দেখা, তবে কি উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে বিদায় নেবে শীত?
advertisement
3/5
বৃষ্টির পরেই হু হু করে কমতে শুরু করেছে পারদ কয়েকদিন ঘন কুয়াশায় দৃষ্টিসূন্য পাহাড় থেকে সমতল অবশেষে শৈল শহরে রোদের দেখা সামান্য স্বস্তিতে পাহাড়বাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে। তবে সরস্বতী পুজোর পর থেকেই আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত। রোদে হাসবে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ঠান্ডার হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। চলতি সপ্তাহের উইকেন্ডেই বৃষ্টির মাঝে শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা। সব মিলিয়ে কনকনে ঠান্ডার মাঝে হালকা রোদের দেখা স্বস্তিতে পাহাড় থেকে সমতল।