Cyclonic Circulation: ফের পারদ পতন, বঙ্গে কী এটাই মাঘের শীতের লাস্ট স্পেল, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Cyclonic Circulation: দক্ষিণে কম থাকলেও উত্তরে মাঘের শীত! কবে কমবে ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস
advertisement
1/5

বৃষ্টি কুয়াশার মাঝেই ঝলমলে রোদে হাসলো পাহাড়। কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে মোড়া পাহাড় থেকে সমতল আর তার মাঝেই রোদের লুকোচুরি খেলা । সব মিলিয়ে দারুন মুডে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরের মাঝে ঝলমলে রোদের খেলা।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবকিছুর মাঝেই এই মিঠে রোদ যেন সামান্য স্বস্তি দিল উত্তরবঙ্গবাসীর মনে। বৃষ্টির পরেই ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত।
advertisement
3/5
হু হু করে কমতে শুরু করেছে পারদ সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট,ঘন কুয়াশায় দৃষ্টিসূন্য পাহাড় থেকে সমতল এরই মাঝে অবশেষে শৈল শহরে রোদের দেখা সামান্য স্বস্তিতে পাহাড়বাসী।ঠান্ডা ফুরফুরে হাওয়ায় উত্তরের পাঁচ জেলাতেই কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। পুরো মাঘ মাস জুড়েই হাড় কাপানো ঠান্ডায় কাঁপবে গোটা বঙ্গ।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে। তবে চলতি সপ্তাহে ফের একবার বৃষ্টির পর আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত। রোদে হাসবে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ঠান্ডার হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ। সব মিলিয়ে কনকনে ঠান্ডার মাঝে হালকা রোদের দেখা পেয়ে স্বস্তিতে পাহাড় থেকে সমতল।