Weather Alert: ইয়েলো অ্যালার্ট জারি জেলায় জেলায়, কুয়াশায় মোড়া এলাকা, ফের ঠান্ডার ঝাপট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Weather Alert: একদিকে ঘন কুয়াশার এলার্ট অন্যদিকে শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে জারি রয়েছে হলুদ সর্তকতা! উত্তরের আবহাওয়ায় বিরাট বদল জানুন বিস্তারিত
advertisement
1/5

ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ শৈলশহর দার্জিলিংয়ে। থমথমে আকাশ সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়ায় হাড় কাঁপানো শীত। শীতের মাঝেই চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস শৈল শহর দার্জিলিংয়ে।
advertisement
2/5
বুধবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা আকাশ, মাঝে মাঝেই চলছে বৃষ্টিপাত। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ। দার্জিলিংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা জারি হলুদ সতর্কতা পাশাপাশি উত্তরের একাধিক জেলায় ঘন কুয়াশার এলার্ট।
advertisement
3/5
ফের ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া। সকালের পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শৈল শহরের উঁচু পার্বত্য এলাকায় ,বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ। হাড় কাঁপানো ঠান্ডায় ফের একবার কাঁপবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, চলতি সপ্তাহের উইকেন্ডেই তুষারের চাদরে মুড়তে পারে দার্জিলিং। ইতিমধ্যেই ঘন কুয়াশায় ঢেকেছে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই ফের একবার হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তর বঙ্গবাসী তারপর এই আস্তে আস্তে বিদায় নেবে শীত। পাশাপাশি বৃষ্টির মাঝেই শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা ,জারি রয়েছে ঘন কুয়াশার এলার্ট।